আর নয় লাঠিতে জব্দ, একটু সতর্ক এবং ধৈর্য থাকলেই প্রাণ বাঁচবে বিষধর সাপের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বর্ষায় গ্রামাঞ্চলে বাড়ে সাপের উপদ্রব। যার জেরে বর্ষায় গ্রামীণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়।
হাওড়া: আর নয় লাঠিতে জব্দ, একটু সতর্ক এবং ধৈর্য থাকলেই প্রাণ বাঁচবে বিষধর সাপের। সেই দিক থেকে অনেকটাই সজাগ এবং সতর্ক হয়েছে সাধারণ মানুষ। বর্ষাকাল শুরু হয়েছে। আর এর মধ্যেই শুরু হয়েছে সাপের আনাগোনা। বিশেষ করে বর্ষায় সাপের উপদ্রব বাড়ে গ্রামাঞ্চলে। তার জেরে বর্ষায় গ্রামীণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়।
তবে সেই আতঙ্ক অনকেটাই ফিকে বলছেন পরিবেশ প্রেমীরা। তার জেরেই বিষধর সাপের প্রাণ বাঁচছে। কোথাও খালে মাছ ধরার পাতা জালে আটকে পড়ছে সাপ। কখনও বাড়িতে ঢুকে পড়ছে বা বাড়ির পাশে জঞ্জালের স্তুপে ঢুকে যাচ্ছে। তবে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চে সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের বন্যপ্রাণ সচেতনতা শিবিরের ফলে জেলার বিভিন্ন গ্রামে সাপ মেরে দেওয়ার প্রবনতা কমছে।
advertisement
advertisement
মাত্র পনেরো দিনের মধ্যে বাগনানের একই এলাকা থেকে উদ্ধার হলো তিনটি বিষধর কেউটে সাপ। বাগনান ২ নং ব্লকের বেনাপুর হাজরা পাড়ায। খালে বসানো জালে এই নিয়ে তৃতীয় বার বিষধর কেউটে সাপ আটকে পড়ে। স্থানীয় যুবক অরুণ হাজরা যোগাযোগ করেন পরিবেশ কর্মীদের সঙ্গে। জানা গিয়েছে যে, খবর পেয়ে চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস সাপটি উদ্ধার করেন।
advertisement
সাধারণ মানুষের মধ্য সাপের আতঙ্ক বা ভয় দূর করতে গ্রামের মানুষকে সাপ সম্বন্ধে সঠিক ধারণা দেওয়া হয়। পরবর্তীতে লোকালয়ের বাইরে গভীর জঙ্গলে সাপটি মুক্ত করা হয়।এই সচেতনতার ফল স্বরূপ, বাগনান কোলেপাড়া সংলগ্ন স্থানীয় এক দোকানদারের তৎপরতা প্রাণ বাঁচল বাচ্চা চন্দ্রবোড়ার। ওই ব্যক্তি দেখে না মেরে একটি জলের বোতলে বন্দি করে সাপটিকে। পরে পরিবেশ কর্মীদের খবর দেয়। সময় মত সবকিছু উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 12:32 PM IST