কিছুদিন আগে একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার হয়। স্থানীয় মানুষ পেঁচাটি দেখার পর তার কপালে সিঁদুর লেপে দেওয়ার মতো ঘটনা ঘটায়। মনে করা হচ্ছে ওই পেঁচাটির মৃত্যুর কারণ হতে পারে সিঁদুর। দিন কয়েক কাটতে না কাটতেই। তারপর আবারও সেই একই ঘটনা। যদিও এবার পেঁচাটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর সন্তোষবাটী গ্রামে। ওই গ্রাম থেকে মাথায় সিঁদুর মাখানো অবস্থায় উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক লক্ষ্মী পেঁচা। ওই এলাকার পরিবেশ বন্ধু শর্মিষ্ঠা চক্রবর্তী ফোন করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনাটের সদস্য সৌরভ দত্তকে জানায়, তাদের বাড়িতে একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে রাখা হয়েছে। খবর পাওয়া মাত্র সৌরভ দত্ত বনদফতরকে পেঁচাটি উদ্ধারের বিষয়ে জানায়।
advertisement
আরও পড়ুন: গরমে পুড়ে ডিউটিতে পুলিশকর্মীরা! এসডিপিও যা করলেন ভাবার বাইরে!
বৃহস্পতিবার বন দফতর কর্মীরা ওই এলাকায় গিয়ে দেখেন লক্ষ্মীপেঁচাটির মাথায় সিঁদুরের চিহ্ন। জানা যায়, পেঁচাটির কপালে কিছু স্থানীয় মানুষ সিঁদুর লেপে দিয়েছে। কুসংস্কার বশত মানুষের এ ধরণের কাণ্ডকারখানা বাড়ছে। এভাবে অবৈজ্ঞানিকভাবে সিঁদুর লেপন করার ফলে পেঁচাটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিছুদিন আগে সিঁদুর মাখানোর ফলে একটি লক্ষ্মীপেঁচার মৃত্যুর মতো ঘটনা সামনে আসে। তারপর আবারও এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। 'অ্যাভিস' গোত্রীয় নিশাচর প্রাণী পেঁচা। পেঁচাটিকে খাঁচার মধ্যে রেখে দুধ খেতে দেওয়া হয়েছে। তা দেখে বন দফতর কর্মীরা বেশ অবাক হন।
আরও পড়ুন: কঙ্কালীতলায় চলছে বিশেষ পুজো! থিকথিকে ভিড়! দেখুন মায়ের ভিডিও
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু সাব ইউনিটের পক্ষ থেকে এলাকায় সচেতনতা মূলক লিফলেট প্রদান করা হয়। এ বিষয়ে মানুষকে সচেতনবার্তা। ইঁদুর,ব্যাঙ,মাংস প্রভৃতি লক্ষ্মীপেঁচার খাদ্য। সেই খাদ্যের টানেই মূলত লক্ষ্মী পেঁচা বা অন্যান্য পেঁচা আসে বাড়ির কাছা কাছি। পেঁচাটি বেশ কিছুটা অসুস্থ থাকায় উদ্ধার করে নিয়ে যান বন দফতর।এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক জানান। এ ধরনের ঘটনা অত্যান্ত দুঃখজনক। মানুষের মধ্যে কুসংস্কার থাকার ফলে বেচার কপালে সিঁদুর লেপে দেওয়ার মতন ঘটনা ঘটছে। সিঁদুরের বিভিন্ন কেমিক্যাল থাকার ফলে মৃত্যু মুখে পড়ছে লক্ষ্মীপেঁচা।
রাকেশ মাইতি