Birbhum news: কঙ্কালীতলায় চলছে বিশেষ পুজো! থিকথিকে ভিড়! দেখুন মায়ের ভিডিও
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum news: প্রতিবারের মতো এ বারও চৈত্রের শেষ দিনে এই বিশেষ পুজো ও মেলা উপলক্ষে একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলায় চোখে পড়ার মতো ভিড়।
বীরভূম: সতীপীঠ কঙ্কালীতলায় বাৎসরিক অনুষ্ঠান ও মায়ের আবির্ভাব তিথিতে জমজমাট কঙ্কালীতলা মন্দির চত্বর। এদিন থেকে এক সপ্তাহ ধরে সেখানে হবে চৈত্রের মেলা।
প্রতিবারের মতো এ বারও চৈত্রের শেষ দিনে এই বিশেষ পুজো ও মেলা উপলক্ষে একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলায় চোখে পড়ার মতো ভিড়। এই দিনে বিশেষ পুজোর আয়োজন করে মন্দির কমিটি।
advertisement
একান্নোটি সতীপীঠের মধ্যে অন্যতম হল বীরভূমের এই কঙ্কালীতলা। এখানে সতীর কাঁক অথবা কাঁকাল পড়েছিল। সেই কারণে একান্নো সতীপীঠের অন্যতম হচ্ছে কঙ্কালীতলা। প্রতিবছর চৈত্রমাসের শেষদিনে মায়ের বাৎসরিক ও আবির্ভাব তিথি পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়।
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 10:39 PM IST