South 24 Parganas News: গরমে পুড়ে ডিউটিতে পুলিশকর্মীরা! এসডিপিও যা করলেন ভাবার বাইরে!
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News: গরমে পুলিশকর্মীদের খোঁজে ডায়মন্ডহারবারে ডাব, ছাতা ও ঠান্ডা জল হাতে বের হলেন এসডিপিও মিতুন কুমার দে।
ডায়মন্ডহারবার: গরমে পুলিশকর্মীদের খোঁজে ডায়মন্ডহারবারে ডাব, ছাতা ও ঠান্ডা জল হাতে বের হলেন এসডিপিও মিতুন কুমার দে। শুক্রবার তিনি পুলিশকর্মীদের খোঁজে বাইরে বের হয়েছিলেন। তাঁর এই ভূমিকায় খুশি কর্তব্যরত পুলিশকর্মীরা। তীব্র গরমের দাপটে নাজেহাল জনজীবন। তবুও আইনশৃঙ্খলা রক্ষায় এই গরমেও চলছে পুলিশের নজরদারি। বিশেষ করে ট্রাফিক পুলিশের কর্মীরা প্রবল গরমের মধ্যে দাঁড়িয়ে একপ্রকার লড়াই করছেন। কে বা রাখে তাদের খোঁজ।
তবে কেউ খোঁজ রাখুক বা নাই রাখুক, উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসাবে এসডিপিও মিতুন কুমার দে যে তাঁদের খোঁজ রাখেন তা আরও একবার প্রমাণিত হল। আগেও তিনি একাধিক পদক্ষেপ গ্রহণ করে সকলের নজরে এসেছিলেন। এবার গরমের মধ্যে কেমন রয়েছে পুলিশকর্মীরা সে সম্বন্ধে তিনি খোঁজখবর নিয়েছেন। পুলিশকর্মীদের গরমের হাত থেকে বাঁচতে বেশ কিছু টিপস দেন।
advertisement
advertisement
স্বয়ং এসডিপিওকে কাছে পেয়ে উৎফুল্ল পুলিশকর্মীরা। কর্তব্যরত এক পুলিশকর্মী জানান এসডিপিও সাহেব এসে খোঁজখবর নিয়েছেন। গরমে বেশি করে জল পান করতে বলেছেন। এভাবে খোঁজ নেওয়ায় খুবই ভালো লাগছে। এদিকে এসডিপিও কর্তব্যরত সকল পুলিশকর্মীদের জন্য ঠান্ডা জলের বোতল, ডাব, লস্যি, ছাতা ও খাবার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সেগুলি সবই তাদের হাতে তুলে দেন তিনি।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 11:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: গরমে পুড়ে ডিউটিতে পুলিশকর্মীরা! এসডিপিও যা করলেন ভাবার বাইরে!