হোম /খবর /পুরুলিয়া /
 চলছে শেষ মুহূর্তের চৈত্র সেলের কেনাকাটা! কি বলছে পুরুলিয়ার মানুষ!

Purulia News: চলছে শেষ মুহূর্তের চৈত্র সেলের কেনাকাটা! কি বলছে পুরুলিয়ার মানুষ!

X
পুরুলিয়া [object Object]

Purulia News:  চৈত্র সেলের আনন্দে মেতেছে পুরুলিয়ার মানুষ । শেষ মুহূর্তের কেনাকাটা চলছে জোরকদমে!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পুরুলিয়া : রাত পেরোলেই পয়লা বৈশাখ। বাঙালির বর্ষপূর্তির প্রথম দিন। পহেলা বৈশাখেকে ঘিরে বাঙালির আবেগ উচ্ছ্বাস বরাবরই এক অন্যরকম মাত্রায় থাকতে দেখা যায়। এই পয়লা বৈশাখের আরো একটি মূল আকর্ষণ হল চৈত্র সেল। কম দামে এই সেলের বাজারে জিনিস কিনতে ভিড় জমান বহু মানুষ। শুধুমাত্র বাঙালি নয় বাঙালি থেকে অবাঙালি সকলেই ছুটে যান চৈত্র সেলের কেনাকাটি করতে। সমস্ত জায়গার পাশাপাশি পুরুলিয়াতে ও চলছে চৈত্র সেলে। একেবারেই শেষ মুহূর্তের কেনাকাটিতে ব্যস্ত পুরুলিয়াবাসি। তাদের কথায় , বাঙালির কাছে পহেলা বৈশাখ আবেগ তাই জমিয়ে কেনাকাটি করছে তারা। অনেক নতুনত্ব জামা কাপড় বাজারে এসেছে। অনেক কিছুই কিনছেন তারা।

এদিকে ব্যবসায়ীদের একাংশের মতে করোনা পরিস্থিতির পর থেকেই সেলের বাজার আর আগের মত হয় না। মানুষ এখন আগের মত আর কেনাকাটি করে না। তাই এ বছর তাদের ব্যবসাও খুব একটা ভাল হয়নি।

আরও পড়ুন: পরিচারিকার সঙ্গে একা ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা! সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল, দেখলে চমকে যাবেন!

কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই ১৩ পার্বণের মতোই এক অন্যতম উৎসব হলো পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিন নতুন জামা কাপড় পড়ে মন্দিরে পুজো দিতে যান অনেকেই। ব্যবসায়ীরা যান হালখাতা পুজো করতে। ‌তাই নতুন জামা কাপড় কেনা মাস্ট। আর সেই জন্যই প্রতিটি বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চৈত্র ছেলের শেষ মুহূর্তে কেনাকাটিতে মেতেছে আপামোর পুরুলিয়াবাসী।

শমিষ্ঠা ব্যানার্জি

Published by:Piya Banerjee
First published:

Tags: Purulia, Purulia news