Jhargram News: পরিচারিকার সঙ্গে একা ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা! সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল, দেখলে চমকে যাবেন!
- Published by:Piya Banerjee
Last Updated:
Jhargram News: সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল, দেখলে ভয় পেয়ে যাবেন! এসব কী চলছে? ভাইরাল ঘটনা
ঝাড়গ্রাম: মুখে বালিশ চাপা দিয়ে মাথায় আঘাত করে এক বিশেষভাবে সক্ষম মহিলাকে খুনের চেষ্টা করা হল। আর এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে ওই বাড়ির পরিচারিকার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওই বাড়ি থেকে একটি সেনার নাকছাবি চুরির অভিযোগ রয়েছে । পুলিশ অভিযোগের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই পরিচারিকাকে গ্রেফতার করেছে। জেলা সদরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়ে।
এই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম শহরের ছয় নম্বর ওয়ার্ডের বলরামডিহি এলাকায়। পুলিশের অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম থানার চাঁদাবিলা গ্রামের বাসিন্দা অঞ্জনা মাহাতোকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে এদিন শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক চারদিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বলারামডিহির একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন অঞ্জনা মাহাতো। ওই বাড়িতে একজন বয়স্ক বিশেষভাবে সক্ষম মহিলা থাকেন।পুলিশ জানিয়েছে বাড়ি অন্যান্য কাজের পাশাপাশি অভিযুক্ত ওই মহিলার দেখভাল করতেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। বাড়িতে অন্যান্য সদস্যদের না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত অঞ্জনা বেলন দিয়ে বয়স্ক ওই মহিলাকে মাথায় বার বার আঘাত করতে থাকে এবং তারপরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করার চেষ্টা করে।
advertisement
advertisement
আর ওই সময় বাড়ির লোকজন এসে পড়লে নানা রকম অজুহাত দিয়ে কোনক্রমে পালিয়ে যায়। বাড়ির লোকের তার উপর সন্দেহ হয় এবং সিসিটিভিতেও দেখা যায় ওই পরিচারিকা মহিলাকে মারার চেষ্টা করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । এরপর পরিবারের পক্ষ থেকে অঞ্জনা মাহাতোর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের হয় ওই দিনই। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই পরিচারিকাকে গ্রেফতার করে।পুলিশ অভিযুক্তর কাছ থেকে একটি সোনার নাকছাবি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
advertisement
পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। উল্লেখ্য ঝাড়গ্রাম শহরে গত কয়েক মাসে বাড়িতে, আবাসনে চুরির ঘটনা ঘটেছেই। তার সাথে রাস্তায় ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটছে। কিন্তু দিনের বেলায় বাড়িতে বয়স্ক মহিলাকে খুনের চেষ্টার মতো ঘটনায় এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছে শহরবাসীর।এই বিষয়ে ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর চট্টোপাধ্যায় বলেন " অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তদন্তে স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। "এই ঘটনার পিছনে অন্যকোন বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পরিচারিকার সঙ্গে একা ছিলেন বিশেষভাবে সক্ষম মহিলা! সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল, দেখলে চমকে যাবেন!