TRENDING:

Howrah News: একটি কামরায় চারটি টিভি! লোকাল ট্রেনে চালু হল টিভি! থাকছে বিনোদনের খবর!

Last Updated:

Howrah News: হাওড়া স্টেশনে পরিষেবার সূচনা হল, সোমবার ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু হল নতুন পরিষেবা। এবার টিভি দেখতে দেখতে যাতায়াত করবেন নিত্য যাত্রীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: সম্প্রতি দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে নতুন নতুন পরিষেবা চালু করেছে ভারতীয় রেল। বিভিন্ন পরিষেবার পাশাপাশি সেখানে যাত্রীদের বিনোদনের কথা ভেবে টিভি(TV) পরিষেবা রয়েছে। এবার দূর পাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও শুরু হল টিভি পরিষেবা। বিনোদন খবর এবং যাত্রী ইনফরমেশন মিলবে। রেল সূত্রে জানা যায়, টিভি পরিষেবার ৭০ শতাংশ সময়ে ওই কোম্পানি চালাবে এবং ৩০ শতা়ংশ রেল চালাবে। লোকাল ট্রেনে যাত্রা পথে যাত্রীদের একঘেয়েমি ভাব কাটাতে লোকাল ট্রেনে মিলছে TV পরিষেবা।
advertisement

হাওড়া স্টেশনে পরিষেবার সূচনা হল, সোমবার ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু হল নতুন পরিষেবা। লোকাল ট্রেনের যাত্রা পথে এই টিভি পরিষেবার মাধ্যমে একঘেয়েমি ভাব কাটবে যাত্রীদের। একটি কামরায় চারটি টিভি এমনভাবে লাগানো হয়েছে যা দেখার সুবিধা মিলবে সমস্ত যাত্রীর। টিভি পরিষেবায় মিলবে বিনোদনের খবর এবং যাত্রী ইনফরমেশন। এই পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এলইডি(LED) টিভি স্ক্রিন লাগান হয়। ইএমইউ(EMU) লোকালের প্রথম যাত্রার ফ্ল্যাগ অফ করা হয়। এই নতুন প্রকল্পের সূচনা পর্বে হাওড়া স্টেশনে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের।

advertisement

আরও পড়ুন:  সোনু সুদই ভগবানের রূপ! বাড়ির সামনে রোজ ভিড় জমান শয়ে শয়ে মানুষ! থেমে নেই সাহায্য! ভাইরাল ভিডিও

সোমবারে এই আনুষ্ঠানের উদ্বোধনে হাজির ছিলেন, DRM মণীশ জৈন। রেল সূত্রে জানা যায়, একটি কামরায় চারটি করে টিভি লাগানো হয়েছে। এরকম ৫০ টি কামরায় টিভি (TV) পরিষেবা পাওয়া যাবে। জানা যায়, রেলের পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিষেবার সমস্ত খরচ ওই বেসরকারি সংস্থা বহন করবে। পাঁচ বছরের চুক্তি অনুযায়ী প্রতি বছর এই পরিষেবা থেকে রেলের ৫০ লক্ষ টাকা আয় হবে।

advertisement

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: একটি কামরায় চারটি টিভি! লোকাল ট্রেনে চালু হল টিভি! থাকছে বিনোদনের খবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল