TRENDING:

Howrah News: যেন হুবহু বেলুড় মঠ, পাঁচলার নতুন মন্দির ঘিরে ভক্তদের উচ্ছ্বাস

Last Updated:

বেলুড় মঠের আদলেই তৈরি মন্দির। পাঁচলার দেউলপুরে, মন্দিরে হবে নিয়মিত প্রার্থনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব-আন্দোলনের প্রাণকেন্দ্র, স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ তার প্রধান কার্যালয় হাওড়ার বেলুড় মঠ। এই বেলুড় মঠ সারা দেশজুড়ে মানুষের কাছে পর্যটন আকর্ষণ এবং ভক্তদের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান।
advertisement

দেশের বিভিন্ন প্রান্ত ভক্তরা আসেন বহু মানুষ, দেখা যায় বছরে নানা সময় ও বিশেষ দিনে হাজির হন বহু মানুষ। বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হয় বড়দিন থেকে দুর্গাপুজো ও কুমারী পুজো। সারা বছর জুড়ে বিভিন্ন সময়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি যখনই কোন দুর্যোগ এসেছে, তখনই রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ছোঁয়া হাওড়ার পাঁচলা দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘের নবনির্মিত মন্দিরের দ্বারতঘাটন উৎসব।

advertisement

আরও পড়ুন: বাবার সঙ্গে আর তেমন কথাই হয় না? দূরত্ব বেড়েছে অনেকটাই? এই টিপসেই রয়েছে সমাধান

উদ্যোক্তা শ্যামল কুমার পাত্র , বেলুড় মঠে দীক্ষিত ভক্তরা মিলে এই কুড়ি পঁচিশ বছর আগে গ্রামে একটি মন্দির প্রতিস্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে দেখা যায় বহুভক্ত যাতে বেলুর মাঠে যাবার ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব হতো না, সেই দিক গুরুত্ব রেখেই নতুন মন্দির তৈরীর চিন্তাভাবনা।

advertisement

আরও পড়ুন: দাঁত ব্রাশ না করে চুম্বনে ঘেন্না? মর্নিং কিস-এর উপকার জানলে চমকে যাবেন!

দেউলপুর গঙ্গাধরপুর-সহ বিভিন্ন গ্রামের কয়েকশ শীর্ষ মিলিত হয়ে মন্দির তৈরির উদ্যোগী হয়। ২০১০ সালে মন্দিরের ভিত স্থাপনের পর ধীরে ধীরে মন্দির তৈরির কাজ চলে, মন্দির সম্পূর্ণ হতে ১১ থেকে ১২ বছর সময়ে লাগে, কয়েক মাস আগে মন্দিরের কাজ সম্পন্ন হয়, ১ লা ডিসেম্বর মন্দিরের দ্বারোৎঘাটন উৎসব অনুষ্ঠিত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: যেন হুবহু বেলুড় মঠ, পাঁচলার নতুন মন্দির ঘিরে ভক্তদের উচ্ছ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল