দেশের বিভিন্ন প্রান্ত ভক্তরা আসেন বহু মানুষ, দেখা যায় বছরে নানা সময় ও বিশেষ দিনে হাজির হন বহু মানুষ। বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হয় বড়দিন থেকে দুর্গাপুজো ও কুমারী পুজো। সারা বছর জুড়ে বিভিন্ন সময়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি যখনই কোন দুর্যোগ এসেছে, তখনই রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের ছোঁয়া হাওড়ার পাঁচলা দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘের নবনির্মিত মন্দিরের দ্বারতঘাটন উৎসব।
advertisement
আরও পড়ুন: বাবার সঙ্গে আর তেমন কথাই হয় না? দূরত্ব বেড়েছে অনেকটাই? এই টিপসেই রয়েছে সমাধান
উদ্যোক্তা শ্যামল কুমার পাত্র , বেলুড় মঠে দীক্ষিত ভক্তরা মিলে এই কুড়ি পঁচিশ বছর আগে গ্রামে একটি মন্দির প্রতিস্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে দেখা যায় বহুভক্ত যাতে বেলুর মাঠে যাবার ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব হতো না, সেই দিক গুরুত্ব রেখেই নতুন মন্দির তৈরীর চিন্তাভাবনা।
আরও পড়ুন: দাঁত ব্রাশ না করে চুম্বনে ঘেন্না? মর্নিং কিস-এর উপকার জানলে চমকে যাবেন!
দেউলপুর গঙ্গাধরপুর-সহ বিভিন্ন গ্রামের কয়েকশ শীর্ষ মিলিত হয়ে মন্দির তৈরির উদ্যোগী হয়। ২০১০ সালে মন্দিরের ভিত স্থাপনের পর ধীরে ধীরে মন্দির তৈরির কাজ চলে, মন্দির সম্পূর্ণ হতে ১১ থেকে ১২ বছর সময়ে লাগে, কয়েক মাস আগে মন্দিরের কাজ সম্পন্ন হয়, ১ লা ডিসেম্বর মন্দিরের দ্বারোৎঘাটন উৎসব অনুষ্ঠিত হয়।
রাকেশ মাইতি