দাঁত ব্রাশ না করে চুম্বনে ঘেন্না? মর্নিং কিস-এর উপকার জানলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
Last Updated:
নিজের প্রিয় মানুষের শ্বাস তখন এককথায় দুর্গন্ধ বলে বিবেচনা হয়। কিন্তু প্রশ্ন হল, মর্নিং কিস-এর কি পুরোটাই বাজে অভিজ্ঞতা? শুধুই দুর্গন্ধ থেকে ঘেন্না লাগা? জানুন
সকালে ঘুম ভাঙার পর যৌন মিলন নিয়ে অনেকেরই বিশেষ ভাললাগা রয়েছে। তবে বিতর্কও কম নেই। একই রকম বিতর্ক, মতামত রয়েছে বাসি মুখে চুমু খাওয়া নিয়েও। সকালে ঘুম ভাঙার পর চুম্বনে অনেকেরই প্রবল অনীহা। নিজের প্রিয় মানুষের শ্বাসও তখন এককথায় দুর্গন্ধ বলে বিবেচনা হয়। কিন্তু প্রশ্ন হল, মর্নিং কিস-এর কি পুরোটাই বাজে অভিজ্ঞতা? শুধুই দুর্গন্ধ থেকে ঘেন্না লাগা? ডেইলিমেইল ইউকে-কে দেওয়া এক দন্ত বিশেষজ্ঞের বক্তব্য কিন্তু অন্য কথা বলছে। চিকিৎসকের নাম খালিদ কাশিম। (ছবি প্রতীকী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দীর্ঘ সময় না খেয়ে থাকা, ডায়েট, কার্বোহাইড্রেটহীন খাবারের আধিক্য মুখে দুর্গন্ধের কারণ হতে পারে। শরীরের ফ্যাট গলে যাওয়ার ফলে কেটোনস নামক যে রাসায়নিক পদার্থ শরীরে তৈরি হয় তা মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে। অনেক সময় কোনও ওষুধের কারণেও মুখে দুর্গন্ধ হয়। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (ছবি প্রতীকী)
advertisement
advertisement
ফলে ঘুম ভাঙার পর সঙ্গীর কাছে গিয়ে একটা ৪ মিনিটের চুম্বনে ক্ষতির চেয়ে লাভ অনেকটাই বেশি। দাঁতের স্বাস্থ্য থেকে দিনের শুরুতে সঙ্গীকে ভালবাসি জানিয়ে দেওয়ার মতো এমন উপায় কিন্তু সত্যিই কম। পছন্দ যদিও আপনার নিজস্ব। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (ছবি প্রতীকী)