বাড়ির লোক ও গ্রামবাসীরা গর্জন শুনে ভয় পায়। তারা প্রথমে চিতাবাঘ ভাবে, সেই খবর শুনে এলাকায় সবাই জড়ো হয়। এলাকার বেশ কিছু মানুষ প্রাণীটিকে মারার জন্য তৈরি হয়, স্থানীয় যুবক আশিক ইকবাল বাঘরোলটিকে না মারতে দিয়ে বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষণ নিয়ে কাজ করা হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের খবর দেন। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।
advertisement
আরও পড়ুন - শুধু বিরিয়ানি নয়, এবার দুর্গাপুরে কিলো দরে পাওয়া যাচ্ছে ব্ল্যাঙ্কেটও!
খবর দেওয়া হয় বনদফতরে, ঘটনাস্থলে বন বিভাগ আসে, ওই শৌচালয় থেকে সুস্থ ভাবে বাঘরোলটি উদ্ধার হয়। প্রাণীটিকে নিয়ে যাওয়া হয়েছে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে। তবে স্থানীয় গ্রামের মানুষকে বুঝিয়ে যাতে ওই পরিবেশে পূর্ণবয়স্ক বাঘরোলটিকে পুনরায় তার চেনা পরিবেশ ফিরে পেলে স্বাভাবিক জীবন যাপন করবে।
আরও পড়ুন - Joka Taratala Metro: জমজমাট জোকা-তারাতলা মেট্রো! প্রথমদিনের ১২ ট্রিপে রোজগার দারুণ
তবে তার আগে এলাকার মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। ওই এলাকায় সচেতনতার শিবির এবং প্রচার চালিয়ে এলাকা ও গ্রামের মানুষকে সচেতন করতে হবে, যাতে প্রাণীটি স্থানীয় মানুষের দ্বারা নিরাপদ থাকে, জানায় পরিবেশপ্রেমীরা।
Rakesh Maity