Joka Taratala Metro: জমজমাট জোকা-তারাতলা মেট্রো! প্রথমদিনের ১২ ট্রিপে রোজগার দারুণ
- Published by:Debalina Datta
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এই পরিষেবা চালু ফলে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিবেকাদনন্দ কলেজ, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের মতো জায়গাগুলিতে।
#কলকাতা: ১২ বছর অপেক্ষার পরে চাকা গড়িয়েছে মেট্রোর৷ আর তাতেই প্রথম দিনের যাত্রী সংখ্যা দেখে খুশি মেট্রো রেল। প্রতি ট্রিপে গড়ে ছ'হাজার করে যাত্রী হওয়ায় আশার আলো দেখছে মেট্রো৷ তবে অনেকের মতে, প্রথম দিনের মেট্রো চড়ার উৎসাহ থেকে অনেক জন হাজির হন৷ প্রকৃত অবস্থা বোঝা যায় দ্বিতীয় দিন থেকে৷ তাই জোকা-তারাতলা মেট্রো নিয়ে আপাতত ধীরে চল নীতি গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
জোকা থেকে তারাতলা মেট্রোর প্রথম দিনে ১২ বার মেট্রো চলাচল করছে আপ ও ডাউন মিলিয়ে৷ সকাল ১০'টা থেকে সন্ধ্যা ৬'টা অবধি এই মেট্রো চলাচল করেছে। প্রথম দিনে যাত্রী হয়েছে মোট ৫০০৩ জন৷ এর মধ্যে টোকেন কিনে যাত্রী হয়েছে ৪৪৮৭ জন। স্মার্ট কার্ড কিনে যাত্রী সংখ্যা হয়েছেন ৫১৬ জন। সব মিলিয়ে যাত্রী বাবদ আয় হয়েছে ৭২ হাজার ৩৮৫ টাকা।
advertisement
আরও পড়ুন - Rishabh Pant Accident: ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট নিয়ে জোর জলঘোলা! কারণ ঘিরে নতুন দাবি, বিতর্ক চরমে
advertisement
তবে আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। এদিন মেট্রো রেলের তরফে জানানো হয়, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর বেলা ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে মিলবে মেট্রো। অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর চলবে মেট্রো।
advertisement
ফলে আপাতত স্থানীয়রা যে খুব বেশি উপকৃত হবেন না, তা বলাই যায়। অনেকেই যেমন বলছেন, এই মেট্রো চালু হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। কিন্তু এক ঘণ্টা অন্তর মেট্রো চললে বিশেষ লাভ হবে না।জোকা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত গেলে যাত্রীদের কাটতে হবে ২০ টাকার টিকিট। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকাই। এই পরিষেবা চালু ফলে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিবেকাদনন্দ কলেজ, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের মতো জায়গাগুলিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2023 11:07 AM IST