TRENDING:

Howrah News | Duare Police: দুয়ারে পুলিশ! আপনার সমস্যা জানতে এবার বাড়ির দরজায় আসবে পুলিশ!

Last Updated:

Howrah News | Duare Police: এবার আর আপনাকে ছুটতে হবে না থানায়! আপানার সমস্যার সমাধানে পুলিশ আসবে বাড়ির দরজায়! বিরাট সাফল্য! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: দুয়ারে সরকার প্রকল্প থেকে রাজ্য জুড়ে মানুষ পরিষেবা পাচ্ছেন, এই দুয়ারে সরকার পরিষেবা সাধারণ মানুষের ঘরের সামনে চলে আসায় একদিকে যেমন তাদের সময় সাশ্রয় অন্যদিকে বিভিন্ন ভাবে সুবিধা পাচ্ছেন মানুষ, সেইসঙ্গে সরকারি দফতরে অনেকেই পৌঁছতে পারেন না ফলে বিভিন্ন পরিষেবা থেকে মানুষ বঞ্চিত থেকে গেছেন বহুদিন। তবে এই দুয়ারে পরিষেবাতে মানুষ খুব সহজে সব কিছু পাচ্ছেন। দুয়ারে সরকার,দুয়ারে চিকিৎসক ও দুয়ারে বিধায়কের পর এবার রাজ্য সরকারের নির্দেশমতো দুয়ারে পুলিশ ক্যাম্প।
advertisement

সাধারণ মানুষের নানা সমস্যা দূর করার জন্য এই দুয়ারে পুলিশ ক্যাম্প একটি অভিনব ও খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের । শনিবার হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া বেলতলায় এমনই একটি দুয়ারে পুলিশ ক্যাম্প অনুষ্ঠিত হল।

আরও পড়ুন: ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে প্রবল সমস্যা! ফের শুরু হয়েছে খুচরো পয়সা বিভ্রাট!

advertisement

ডোমজুড় থানা ও বাঁকড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে এই শিবিরে এদিন বেশ ভালই সাড়া পাওয়া গেল, সকাল থেকেই বহু মানুষ হাজির দুয়ারে পুলিশ ক্যাম্পে।হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই শিবিরে। জানা গিয়েছে দুপুর পর্যন্ত প্রায় ১৮ জন জি ডি করেন এই শিবিরে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ আধিকারিক জানান, অনেক সময় থানায় অনেকটা সময় লেগে যায় মানুষের। তাই আবেদনকারীদের অভিযোগ প্রক্রিয়ার কিছুটা দেরি হয়। কিন্তু এখানে অনেক খোলা মনে মানুষ এসে নিজেদের অভিযোগ ও সমস্যা বিস্তারিত ভাবে জানাতে পারছেন। এই ধরনের শিবিরে বেশিরভাগটাই ব্যক্তিগত সমস্যা নিয়ে হাজির হচ্ছেন মানুষ, হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। রাজ্য সরকারের এই পরিষেবায় খুশি সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News | Duare Police: দুয়ারে পুলিশ! আপনার সমস্যা জানতে এবার বাড়ির দরজায় আসবে পুলিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল