Cooch Behar News: ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে প্রবল সমস্যা! ফের শুরু হয়েছে খুচরো পয়সা বিভ্রাট!
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Cooch Behar News: ফের টাকা নিয়ে সমস্যা! অনেক আগেই অচল হয়েছে ৫০ বা ২৫ পয়সা! এবার কোপ ১ থেকে ৫ টাকার কয়েনে! জানুন
#দিনহাটা: কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকার এক, দু’টাকার কয়েন নিতে রাজি হচ্ছে না ব্যবসায়ীদের একাংশ। কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা মহকুমার সিতাই সহ দিনহাটা ১ ও ২ নং ব্লকের বিস্তীর্ণ এলাকার হাটবাজারে ব্যবসায়ীরা এক, দু’টাকার কয়েন নিতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ। এর ফলে দ্রব্যসামগ্রী কিনতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ক্রেতারা। দিনহাটা মহকুমার গোসানিমারি হাট, সিতাই হাট, দিনহাটা কৃষিমেলা বাজার, গিতালদহ বাজার, বামনহাট, পেটলা বাজার সহ অন্যান্য হাটবাজার থেকেও একই সমস্যার কথা উঠে আসছে বারংবার।
ক্রেতারা জানিয়েছেন, "দোকানে সামগ্রী কেনার পর এক, দু’টাকার হিসেব দাঁড়ালেই সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বিশেষ করে পাঁচ টাকার কয়েন দিয়ে চকলেট বা অন্যকিছু নিয়ে হিসেব মেলাতে হচ্ছে। কারও পকেটে এক, দু’টাকা সেটা নিয়ে দোকান থেকে কিছু কেনার সুযোগ নেই।" এই খুচরো পয়সা বিভ্রাটের বিষয়ে ব্যবসায়ীরা জানান, "খুচরো পয়সা জমলে তা বেশিরভাগ সময় মহাজনরা নিতে বিরক্তি প্রকাশ করছেন। অনেক মহাজন তো রাজি হচ্ছেন না খুচরো পয়সা নিতে। বাধ্য হয়েই তখন ব্যবসায়ীদের ব্যাঙ্কে যেতে হচ্ছে। সবসময় তা সম্ভব হয়ে ওঠে না। তাই খুচরো পয়সা নিতে অস্বীকার করছেন ব্যবসায়ীদের একাংশ।"
advertisement
advertisement
তবে এই পরিস্থিতিতে দাড়িয়ে রীতিমত বিপাকে পড়েছেন ক্রেতারা। দীর্ঘ এই সমস্যার অবসান কবে হবে সেই বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। এই সমস্যার বিষয় নিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন বাসিন্দারা। কয়েন নিয়ে দ্রুত সমস্যার সমাধান চাইছেন সীমান্তের বাসিন্দারা। তবে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই বিষয় নিয়ে। স্থানীয় প্রশাসনিক মহলে যদিও এই বিষয়টি নিয়ে জানানো হয়েছে তবে কত দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করা সম্ভব হয় এখন সেটাই দেখার বিষয়। তবে বিষয়টি নিয়ে প্রসাশনিক স্তরের কেউ মন্তব্য করতে চায়নি।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
November 26, 2022 6:05 PM IST