যিনি এই মহিলা ফুটবল দলের রসদ যুগিয়ে চলেছেন। পাঁচ বছর আগে যার দেখা স্বপ্ন আজ বাস্তবে ফুটে উঠেছে। তিনি একজন ফুটবল প্রাণ ব্যক্তি আরশাদ হোসেন। তাঁরই সুপ্ত বাসনা পূর্ণতা পাচ্ছে মাকড়দহ ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের মহিলা ফুটবল খেলোয়াড়দের মধ্য দিয়ে।
আরও পড়ুন- MS Dhoni Birthday || স্বামীর জন্মদিন বলে কথা, ধোনির কেক কাটার ভিডিও পোস্ট সাক্ষীর, ভাইরাল ভিডিও
advertisement
সালটা ২০১৬-২০১৭, ফুটবল প্রশিক্ষক আরশাদ হোসেন মাত্র একজন মহিলা ফুটবল খেলোয়াড়কে নিয়ে ডোমজুড় ব্লকের মাকড়দহ রেলের মাঠে ডোমজুড় ব্লকের একমাত্র মহিলা ফুটবল কোচিং শুরু করেন পাঁচ বছর আগে।
আরও পড়ুন - Malda News: পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আমন ধান চাষে সমস্যা মালদহে
নানা প্রতিকূল প্রতিবন্ধকতার বেড়াজাল অতিক্রম করে আজ একটি সুগঠিত মহিলা ফুটবল দল তিনি তৈরি করেছেন। যা আজ ডোমজুড় ব্লকের গর্ব।
আরশাদ হোসেন নিজেও একজন ফুটবল খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে খেলেছেন। এখন স্বপ্ন দেখাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বেশ কিছু মহিলা ফুটবলারকে। কয়েক বছর আগে দেখা স্বপ্ন আজ বাস্তব। তাঁর হাতে তৈরি মহিলা ফুটবল দল আজ যেকোনো প্রতিযোগিতা মূলক খেলায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত বলে মত প্রকাশ করেন প্রশিক্ষক আরশাদ হোসেন। মাকড়দহ ইউনাইটেড মশা ফুটবল দল ডোমজুড় ব্লক তথা হাওড়ার গর্ব।
RAKESH MAITY