MS Dhoni Birthday || স্বামীর জন্মদিন বলে কথা, ধোনির কেক কাটার ভিডিও পোস্ট সাক্ষীর, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এবারের জন্মদিনে ধোনিকে নয়া লুকে দেখা গেছে৷ ভিডিওতে আরও এক ভারতীয় উইকেটকিপারকেও দেখা গেছে৷
#লন্ডন: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪১-এ৷ ভারতকে তিনটি আইসিসি খেতাব দেওয়া অধিনায়ক মাহি৷ তাঁর নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ , চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে৷ এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন৷ একদম পরপর দুটি বিশেষ দিন কাটায় ধোনি পরিবার৷ ৪ জুলাই সাক্ষীর সঙ্গে তাঁর বিয়ের তারিখ৷ অন্যদিকে তারপরেই তাঁর জবরদস্ত জন্মদিন৷ এবার মাহি ও সাক্ষীর ১২তম বিবাহবার্ষিকী ছিল৷ তাঁর বার্থডে সেলিব্রেশনের ভিডিও ইনস্টাগ্রামে সাক্ষী ধোনি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন৷ স্বাভাবিক ভাবে মহেন্দ্র সিং ধোনির জন্মদিনের কেক কাটার ভিডিও ভাইরাল হয়েছে৷
এবারের জন্মদিনে ধোনিকে নয়া লুকে দেখা গেছে৷ ভিডিওতে আরও এক ভারতীয় উইকেটকিপারকেও দেখা গেছে৷ সেখানে রয়েছেন ঋষভ পন্থ৷ পন্থ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার হওয়া ৭ জুলাইয়ের ম্যাচে টি টোয়েন্টি দলের অংশ নন৷ এই জন্যেই ধোনির জন্মদিনে বিন্দাস মস্তি করতে এসেছিলেন তিনি৷
advertisement
advertisement
দেখে নিন মহেন্দ্র সিং ধোনির জন্মদিন সেলিব্রেশনের ভাইরাল ভিডিও
advertisement
ভারতীয় ক্রিকেট দলকে তিনটি আইসিসি ট্রফি জেতানো একমাত্র অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট রেকর্ড বইয়ের একমাত্র অধিনায়ক যিনি তিনটি আলাদা ফর্ম্যাটের আইসিসি ট্রফি জিতিয়েছেন৷ তাঁরনেতৃত্বে ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন তিনি৷ তারপরে ২০১১ সালে তিনি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন৷ সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল৷ এছাড়া ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন৷ ধোনি -র ৯ বছর পরেও ভারত আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি৷
advertisement
মাহি ১৫ অগাস্ট ২০২০ তে আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বাই করে দিয়েছিলেন৷ তবে তিনি আইপিএলে এখনও খেলছেন৷ গতবার তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয় চতুর্থবারের জন্য৷ এবারে আইপিএল শুরুর ঠিক আগে হঠাৎ করে আইপিএলে অধিনায়কত্ব করবেন না বললে রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব দেওয়া হয় ৷কিন্তু সিএসকে -র হতশ্রী পারফরম্যান্সের পর ফের ধোনিকেই অধিনায়ক করে দেওয়া হয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2022 11:18 AM IST