সারা দেশে ভোজ্যতেল প্রস্তুতকারক সংস্থার একই দাম হবে
খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে খাদ্য তেল উৎপাদক কোম্পানির সঙ্গে বৈঠকে জানিয়েছেন গ্লোবাল মার্কেটে এখন পাম তেল সহ অন্য তেলের কোম্পানির দামে বড় পতন হয়েছে৷ তাই তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত তেলের দাম কমাতে হবে৷ পাশাপাশি তিনি এও নির্দেশ দিয়েছেন সারা দেশে রান্নার তেলের দাম এক সমান করতে হবে৷ Photo- Representative