Cooking Oil Price: মাসের শুরুতে মধ্যবিত্তদের জন্য সুখবর, রান্নার তেলের দামে বাম্পার পতন

Last Updated:
তিনি এও নির্দেশ দিয়েছেন সারা দেশে রান্নার তেলের দাম এক সমান করতে হবে৷ 
1/5
#নয়াদিল্লি: সরকার লাগাতার ভোজ্যতেলের  (Edible Oil) দাম কমানোর চেষ্টা করছে৷ গত মাসে এক ধাক্কায় দাম ১০--১৫ টাকা কমানো হয়েছিল৷ এখন সেই দামে আরও ১০ টাকা কমানো হয়েছে৷ সরকার এই নিয়ে ভোজ্য তেল উৎপাদক কোম্পানিগুলিকে সরাসরি নির্দেশিকা দিয়েছে৷ Photo- Representative 
#নয়াদিল্লি: সরকার লাগাতার ভোজ্যতেলের  (Edible Oil) দাম কমানোর চেষ্টা করছে৷ গত মাসে এক ধাক্কায় দাম ১০--১৫ টাকা কমানো হয়েছিল৷ এখন সেই দামে আরও ১০ টাকা কমানো হয়েছে৷ সরকার এই নিয়ে ভোজ্য তেল উৎপাদক কোম্পানিগুলিকে সরাসরি নির্দেশিকা দিয়েছে৷ Photo- Representative 
advertisement
2/5
প্রথমে গ্লোবাল মার্কেটে দাম বাড়ানোর চাপ ছিল৷ গ ত কিছু মাস তেলের দাম আকাশ ছোঁওয়া ছিল৷ এখন গ্লোবাল মার্কেটে পাম তেল সহ অন্য ভোজ্যতেলের দামে অনেকটাই পতন হয়েছে৷ আশা করা হয়েছে ১০ টাকা প্রতি লিটারে কমে যাবে৷ Photo- Representative 
প্রথমে গ্লোবাল মার্কেটে দাম বাড়ানোর চাপ ছিল৷ গ ত কিছু মাস তেলের দাম আকাশ ছোঁওয়া ছিল৷ এখন গ্লোবাল মার্কেটে পাম তেল সহ অন্য ভোজ্যতেলের দামে অনেকটাই পতন হয়েছে৷ আশা করা হয়েছে ১০ টাকা প্রতি লিটারে কমে যাবে৷ Photo- Representative 
advertisement
3/5
সারা দেশে ভোজ্যতেল প্রস্তুতকারক সংস্থার একই দাম হবে  খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে খাদ্য তেল উৎপাদক কোম্পানির সঙ্গে বৈঠকে জানিয়েছেন গ্লোবাল মার্কেটে এখন পাম তেল সহ অন্য তেলের কোম্পানির দামে বড় পতন হয়েছে৷ তাই তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত তেলের দাম কমাতে হবে৷ পাশাপাশি তিনি এও নির্দেশ দিয়েছেন সারা দেশে রান্নার তেলের দাম এক সমান করতে হবে৷ Photo- Representative 
সারা দেশে ভোজ্যতেল প্রস্তুতকারক সংস্থার একই দাম হবে খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে খাদ্য তেল উৎপাদক কোম্পানির সঙ্গে বৈঠকে জানিয়েছেন গ্লোবাল মার্কেটে এখন পাম তেল সহ অন্য তেলের কোম্পানির দামে বড় পতন হয়েছে৷ তাই তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত তেলের দাম কমাতে হবে৷ পাশাপাশি তিনি এও নির্দেশ দিয়েছেন সারা দেশে রান্নার তেলের দাম এক সমান করতে হবে৷ Photo- Representative 
advertisement
4/5
ভারতে প্রয়োজনীয় তেলের একটা বড় অংশ অর্থাৎ প্রায় ৬০ শতাংশ তেল বাইরে থেকে আমদানি করে৷ আগে গ্লোবাল মার্কেটে দাম বাড়ায় দেশের মার্কেটেও তেলের দাম বেড়েছিল৷ Photo- Representative 
ভারতে প্রয়োজনীয় তেলের একটা বড় অংশ অর্থাৎ প্রায় ৬০ শতাংশ তেল বাইরে থেকে আমদানি করে৷ আগে গ্লোবাল মার্কেটে দাম বাড়ায় দেশের মার্কেটেও তেলের দাম বেড়েছিল৷ Photo- Representative 
advertisement
5/5
রান্নার তেল অর্থাৎ সাদা তেলের দাম কমলে একসঙ্গে কমে যাবে পাম তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল ৷  Photo- Representative 
রান্নার তেল অর্থাৎ সাদা তেলের দাম কমলে একসঙ্গে কমে যাবে পাম তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল ৷  Photo- Representative 
advertisement
advertisement
advertisement