TRENDING:

Howrah News: অটো-লরির রেষারেষিতে এ কী ঘটল মহিলার সঙ্গে! জানলে শিউরে উঠবেন

Last Updated:

নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে পাশাপাশি ঘর্ষণ হলে ওই মহিলার হাত একেবারে চেপে যায়। আর তাতেই তাঁর কনুইয়ের কাছ থেকে হাত কেটে রাস্তায় পড়ে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: লরির সঙ্গে অটোর রেষারেষিতে মহিলার হাত কেটে পড়ল রাস্তায়! ভয়ঙ্কর এই ঘটনাটি উলুবেড়িয়ার। রেবা মণ্ডল (৪০) নামে ওই মহিলা অটোতেই বসে ছিলেন। তিনি যে অটোয় ছিলেন সেই অটোটি একটি লরির সঙ্গে রেষারেষি করে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরি ও অটো কেউ কাউকে রাস্তা ছাড়তে চাইছিল না। আর সেই রেষারেষির সময়ই দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তাতেই ওই মহিলার ডান কনুইয়ের কাছ থেকে হাত কেটে রাস্তায় পড়ে যায়।
advertisement

আরও পড়ুন: এই গরমে গোটা গ্রামে জল নেই! কী বলছেন ভুক্তভোগীরা

শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার ওটি রোডের দলুই পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শ্যামপুর থেকে উলুবেড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল অটোটি। রেবা মণ্ডল তাতেই বসে ছিলেন। ভুলবশত তাঁর হাত কিছুটা বাইরের দিকে বেরিয়ে ছিল। সেই সময়ে লরি ও অটোর মধ্যে রেষারেষি শুরু হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে পাশাপাশি ঘর্ষণ হলে ওই মহিলার হাত একেবারে চেপে যায়। আর তাতেই তাঁর কনুইয়ের কাছ থেকে হাত কেটে রাস্তায় পড়ে!

advertisement

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রেবা মণ্ডলকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই মহিলার দেহে কাটা হাত জোড়া লাগানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। এদিকে এই দুর্ঘটনার পরই পালিয়ে যায় অটো ও লরির চালক।

advertisement

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: অটো-লরির রেষারেষিতে এ কী ঘটল মহিলার সঙ্গে! জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল