আরও পড়ুন: এই গরমে গোটা গ্রামে জল নেই! কী বলছেন ভুক্তভোগীরা
শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার ওটি রোডের দলুই পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শ্যামপুর থেকে উলুবেড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল অটোটি। রেবা মণ্ডল তাতেই বসে ছিলেন। ভুলবশত তাঁর হাত কিছুটা বাইরের দিকে বেরিয়ে ছিল। সেই সময়ে লরি ও অটোর মধ্যে রেষারেষি শুরু হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে পাশাপাশি ঘর্ষণ হলে ওই মহিলার হাত একেবারে চেপে যায়। আর তাতেই তাঁর কনুইয়ের কাছ থেকে হাত কেটে রাস্তায় পড়ে!
advertisement
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রেবা মণ্ডলকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই মহিলার দেহে কাটা হাত জোড়া লাগানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। এদিকে এই দুর্ঘটনার পরই পালিয়ে যায় অটো ও লরির চালক।
রাকেশ মাইতি