TRENDING:

Durga Puja 2023: হাওড়াতে পুজোয় বিশেষ চমক, দেখা যাবে ডিজনিল্যান্ড পার্ক থিম

Last Updated:

Durga Puja 2023: প্যারিসের বিখ্যাত ডিজনিল্যান্ড পার্কের আদলে সেজে উঠছে পুজো মন্ডপ পাশাপাশি পার্শ্ববর্তী বা দৃশ্য দারুন ভাবে আকৃষ্ট করবে দর্শকদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এবার হাওড়াতে ডিজনিল্যান্ড পার্ক! প্যারিসের বিখ্যাত ডিজনিল্যান্ড পার্কের আদলে সেজে উঠছে পুজো মন্ডপ। পৃথিবী জুড়ে ছোট থেকে বড় মানুষের আকর্ষণ এই ডিজনিল্যান্ড পার্ক। জানা যায়, এই থিমপার্ক খোলা হয়েছিল ১৯৯২ সালে। ২০২২ সালে ৩ দশক পূর্ণতা পায়। তথ্য অনুযায়ী জানা যায় এ পর্যন্ত প্রায় ৩৭৫ মিলিয়ন মানুষ পরিদর্শন করেছে এই থিম পার্ক।
advertisement

থিম পার্কের আদলে শুধু পুজো মণ্ডপ নয়। এখানে ডিজনিল্যান্ডের পরিবেশ চাক্ষুষ করতে পারবেন দর্শক। কয়েক মাস ধরে প্যারিসের ডিজনিল্যান্ড পার্কের আদলে মন্ডপ সেজে ওঠে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজো। সর্বত্র চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ছোটদের আকর্ষণে মেলা এবং থাকছে কার্টুনের ছোঁয়া। ছোট থেকে বড় সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষণ ডিজনিল্যান্ড পার্ক।

advertisement

হাওড়া মহিআড়ি আমরা সবাই পরিচালিত দুর্গোৎসব কমিটির পুজো এবার ৫৮ তম বর্ষ। হাওড়া জেলার মানুষের কাছে পুজোর অন্যতম আকর্ষণ হাওড়ার আন্দুল। পুজোর কটা দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয় আন্দুল ও তার পার্শ্ববর্তী এলাকার মন্ডপ ও প্রতিমার টানে।

View More

জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শক। সেইদিক গুরুত্ব রেখেই পুজো কমিটি গুলির মধ্যে প্রতিবছর নতুন ও আকর্ষণীয় থিমের আবির্ভাব ঘটানোই মূল লক্ষ্য থাকে। দর্শকদের আনন্দ দিতে এবারও আকর্ষণীয় থিমে সেজে উঠছে আন্দুল ও তার পার্শ্ববর্তী এলাকার মণ্ডপ গুলি। এর মধ্য অন্যতম আম বাগানের পুজো মন্ডপ।

advertisement

আরও পড়ুন, স্মৃতিমেদুর সনিয়া…, ক্ষমতায় এলে ২০২৪-এই চালু হবে মহিলা সংরক্ষণ বিল : কংগ্রেস

আরও পড়ুন, অভিষেকের কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিলেন, মঙ্গলবারই বকেয়া নিয়ে শাহের কাছে বোস?

পুজো উদ্যোক্তা সৈকত রায় জানান, এবার প্যারিসের ডিজনিল্যান্ড পার্কের আদলে মণ্ডপ। প্রতি বছর মানুষের জন্য নতুন থিম উপহার। গত বছর চেন্নাইয়ের রামকৃষ্ণ মিশনের আদলে মণ্ডপ তৈরি হয়েছিল, তাতে দর্শকদের দারুন ভাবে মন জয় করে। এবারের এই মণ্ডপ ছোট থেকে বড় সকলকে আকৃষ্ট করবে। তিনি আরও জানান, প্রতিবছর বিজয় দশমীর পরদিন থেকেই আগামী বছরের পুজোর থিম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে যায়। এবারও কয়েক মাস আগে থেকেই মণ্ডপ সাজানো কাজ শুরু হয়। গত বছরের তুলনায় পুজোর বাজেট কিছুটা বেড়েছে। এবার প্রায় ১৬ থেকে ১৭ লাখে পৌঁছেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Durga Puja 2023: হাওড়াতে পুজোয় বিশেষ চমক, দেখা যাবে ডিজনিল্যান্ড পার্ক থিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল