থিম পার্কের আদলে শুধু পুজো মণ্ডপ নয়। এখানে ডিজনিল্যান্ডের পরিবেশ চাক্ষুষ করতে পারবেন দর্শক। কয়েক মাস ধরে প্যারিসের ডিজনিল্যান্ড পার্কের আদলে মন্ডপ সেজে ওঠে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজো। সর্বত্র চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ছোটদের আকর্ষণে মেলা এবং থাকছে কার্টুনের ছোঁয়া। ছোট থেকে বড় সারা পৃথিবীর মানুষের কাছে আকর্ষণ ডিজনিল্যান্ড পার্ক।
advertisement
হাওড়া মহিআড়ি আমরা সবাই পরিচালিত দুর্গোৎসব কমিটির পুজো এবার ৫৮ তম বর্ষ। হাওড়া জেলার মানুষের কাছে পুজোর অন্যতম আকর্ষণ হাওড়ার আন্দুল। পুজোর কটা দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয় আন্দুল ও তার পার্শ্ববর্তী এলাকার মন্ডপ ও প্রতিমার টানে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ দর্শক। সেইদিক গুরুত্ব রেখেই পুজো কমিটি গুলির মধ্যে প্রতিবছর নতুন ও আকর্ষণীয় থিমের আবির্ভাব ঘটানোই মূল লক্ষ্য থাকে। দর্শকদের আনন্দ দিতে এবারও আকর্ষণীয় থিমে সেজে উঠছে আন্দুল ও তার পার্শ্ববর্তী এলাকার মণ্ডপ গুলি। এর মধ্য অন্যতম আম বাগানের পুজো মন্ডপ।
আরও পড়ুন, স্মৃতিমেদুর সনিয়া…, ক্ষমতায় এলে ২০২৪-এই চালু হবে মহিলা সংরক্ষণ বিল : কংগ্রেস
আরও পড়ুন, অভিষেকের কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছিলেন, মঙ্গলবারই বকেয়া নিয়ে শাহের কাছে বোস?
পুজো উদ্যোক্তা সৈকত রায় জানান, এবার প্যারিসের ডিজনিল্যান্ড পার্কের আদলে মণ্ডপ। প্রতি বছর মানুষের জন্য নতুন থিম উপহার। গত বছর চেন্নাইয়ের রামকৃষ্ণ মিশনের আদলে মণ্ডপ তৈরি হয়েছিল, তাতে দর্শকদের দারুন ভাবে মন জয় করে। এবারের এই মণ্ডপ ছোট থেকে বড় সকলকে আকৃষ্ট করবে। তিনি আরও জানান, প্রতিবছর বিজয় দশমীর পরদিন থেকেই আগামী বছরের পুজোর থিম নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে যায়। এবারও কয়েক মাস আগে থেকেই মণ্ডপ সাজানো কাজ শুরু হয়। গত বছরের তুলনায় পুজোর বাজেট কিছুটা বেড়েছে। এবার প্রায় ১৬ থেকে ১৭ লাখে পৌঁছেছে।
রাকেশ মাইতি