TRENDING:

Durga Puja 2023: হাওড়ার এই পুজোয় বিরাট চমক! মণ্ডপে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি

Last Updated:

Durga Puja 2023 : মন্ডপে মহিষাসুরমর্দিনী আর মন্ডপের পাশে ভূতের নাচ তাতেই শ্যামপুরে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। এবার পুজোয় শ্যামপুরের মানুষ সাক্ষী থাকছে এই পুজোয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মন্ডপে মহিষাসুরমর্দিনী আর মন্ডপের পাশে ভূতের নাচ তাতেই শ্যামপুরে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। এবার পুজোয় শ্যামপুরের মানুষ সাক্ষী থাকছে এই পুজোয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর পুজোর অপেক্ষার দিন গোনার অবসান। দিন কয়েক আগে থেকেই পুজোর আনন্দে মেতেছে বাংলার মানুষ।
advertisement

পুজো মানেই প্রতিমা তার পাশাপাশি আকর্ষণীয় মণ্ডপ ও  নানা অনুষ্ঠান এবং মেলার আয়োজন হয়ে থাকে নিউ শ্যামপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি ও হকার্স বৃন্দের কমিটির পুজোয়। এবার ৪০ তম বর্ষে পুজো। চার দশক ধরে এই পুজোর আকর্ষণীয় থিম ও মন্ডপ ভীষণভাবে আকৃষ্ট করে বিস্তীর্ণ এলাকার মানুষকে। প্রতিবছরের মত এবারও পুজোকে কেন্দ্র করে মাঠ প্রাঙ্গনে নানা খাবার-সহ মেলার আয়োজন হয়েছে।

advertisement

আরও পড়ুন: মহিষাদলের প্রাচীন এই পুজো সাক্ষী বহমান ইতিহাসের! জানলে অবাক হবেন আপনিও

মন্ডপ গড়ে উঠেছে রাজস্থানের মহলের অনুকরণে। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে হয়েছে প্রতিমা। শ্যামপুরবাসীর কাছে পুজোর অন্যতম আকর্ষণ এই পুজো। এবার আরও আকর্ষণীয় এই স্থান। মন্ডপ উদ্বোধন হয় দ্বিতীয়ার দিন। সন্ধা হলেই দর্শনার্থীরা মন্ডপ মুখী। মণ্ডপের আকর্ষণের পাশাপাশি ইলেকট্রনিক্স মহিষাসুরমর্দিনী দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ১৪ মিনিটের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর।

advertisement

আরও পড়ুন: এখানে গেলেই পাবেন নজরকাড়া সব শাড়ির কালেশন! দেখলে অবাক হবেন আপনিও

মূলত এই প্রদর্শনীর মাধ্যমে প্রবীণরা তাদের শৈশব খুঁজে পান। প্রবীণদের পাশাপাশি নবীন ও শিশুরাও এসে ভিড় জমিয়েছে সেখানে। ইলেকট্রনিক্স মহিষাসুরমর্দিনী প্রদর্শনীর পাশাপাশি আরও একটি ইলেকট্রনিক্স প্রদর্শনীও দেখা যাচ্ছে। এখানে ভূতের মডেল রয়েছে, যেগুলি নানা ভঙ্গিমায় নৃত্য করছে। যা কচিকাঁচাদের কাছে বেশ আনন্দদায়ক হয়ে উঠেছে।

advertisement

উদ্যোক্তারা জানান, বর্তমান সময়ে স্মার্টফোনের আসক্তি কম করতেই এই উদ্যোগ। শুরু থেকেই দারুন সারা ফেলেছে এই মণ্ডপ। প্রতিদিন সন্ধ্যায় কয়েক মিনিট অন্তর অন্তর প্রদর্শন হচ্ছে। সেখানে ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমাচ্ছেন।

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal, বাঙালির দুর্গাপূজা 2023

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Durga Puja 2023: হাওড়ার এই পুজোয় বিরাট চমক! মণ্ডপে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল