Durga Puja 2023: মহিষাদলের প্রাচীন এই পুজো সাক্ষী বহমান ইতিহাসের! জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

প্রায় ২০০ বছর প্রাচীন এই মহিষাদলের রাজারামপুর গ্রামের রায় পরিবারের দুর্গাপুজো। বর্তমানে সেই পুরনো আটচালাতেই চলছে এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। প্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস।

+
title=

মহিষাদল: প্রায় ২০০ বছর প্রাচীন এই মহিষাদলের রাজারামপুর গ্রামের রায় পরিবারের দুর্গাপুজো। বর্তমানে সেই পুরনো আটচালাতেই চলছে এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। প্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বেশ কয়েকটি পরিবারের দুর্গাপুজো শতাব্দী প্রাচীন। সেরকম একটি দুর্গাপুজো হল মহিষাদলের রাজারামপুর গ্রামের রায় পরিবারের দুর্গাপুজো। আগের সেই আড়ম্বর না থাকলেও প্রাচীন রীতিনীতি মেনেই হয় পুজো।
পরিবারের সদস্যদের কথা অনুযায়ী, প্রায় ২০০ বছর আগে মহামারির সময় পরিবার বা বংশকে রক্ষা করতে দেবীর আরাধনা শুরু করে রায় পরিবার। রায় পরিবারের কুঞ্জবিহারী রায় পরিবারে এই পুজো চালু করেন। শুধু তাই নয় তিনি পুজোর জন্য তৈরি করেন আটচালা। সেই আটচালা অনেকবার সংস্কারও করা হয়েছে।
advertisement
advertisement
পরিবারের সদস্য অঞ্জনা রায় বলেন, “পরিবারের পূর্বপুরুষ কুঞ্জ বিহারী রায় এই পুজো শুরু করেছিলেন মহামারীর হাত থেকে বংশ রক্ষা করতে। নির্বংশ হওয়া থেকে বাঁচতে কুঞ্জ বিহারী রায়ের হাত ধরেই শুরু হয় এই পুজো।” এই পরিবারে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৮০ জন। রাজ্যের বিভিন্ন জেলায় রায় পরিবারের মানুষজন বাস করলেও পুজোর কটা দিন সমস্ত পরিবার মহিষাদলে হাজির হন। রায় বাড়ির পুজোর অন্যতম প্রসাদ নারকেল নাড়ু, তাছাড়া থাকে ফল।
advertisement
 প্রত্যেক দর্শনার্থীকেও দেওয়া হয় নাড়ু প্রসাদ দেওয়া হয়। বর্তমান সময়ে বিভিন্ন সর্বজনীন পুজো গুলিতে থিমের মণ্ডপ, থিমের প্রতিমা দেখার জন্য দর্শনার্থীদের ভীড় জমলেও প্রাচীন পারিবারিক পুজো গুলিতে প্রাণের ছোঁয়া পাওয়া যায়। রায় পরিবারের পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ সমাগম ঘটে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: মহিষাদলের প্রাচীন এই পুজো সাক্ষী বহমান ইতিহাসের! জানলে অবাক হবেন আপনিও
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement