আবার হাতির হামলায় মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সে

Last Updated:

রবিবারের পর মঙ্গলবার সকালেও আবার হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে ডুয়ার্সে। মঙ্গলবার সকালে  ডায়নার জঙ্গল থেকে একটি দলছুট হাতি বস্তিতে ঢুকে পড়ে।

ডুয়ার্স: রবিবারের পর মঙ্গলবার সকালেও আবার হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে ডুয়ার্সে। মঙ্গলবার সকালে  ডায়নার জঙ্গল থেকে একটি দলছুট হাতি বস্তিতে ঢুকে পড়ে। সেই সময় প্রাতকৃত্য করতে বাইরে বেরিয়ে ছিলেন কুল বাহাদুর থাপা নামে ব্যক্তি। তখনই সে হাতির মুখোমুখি পড়ে যায়।
হাতিটি তাকে শুড়ে তুলে আছরে পা দিয়ে পিষে মারে। বারবার লোকালয়ে হাতির হামলার ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। একদিকে যখন উৎসবের মেজাজে ডুয়ার্সে তখন বিষাদের ছায়া আপার কলাবাড়ি বস্তিতে। আতঙ্কের পরিবেশ জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দল ছুট হাতি ঢুকে পড়ে। এই এলাকায় সেই সময় হাতির সামনে পড়ে যায় কুল বাহাদুর থাপা।কুল বাহাদুর থাপাকে শুড়ে তুলে আছাড় মারে হাতিটি, এরপর পা দিয়ে পিষে দেয় হাতিটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে বন কর্মী ও পুলিশ সেখানে পৌঁছায় ঘটনাস্থলে। বারবার বস্তি এলাকায় হাতির হামলা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
advertisement
রকি চৌধুরী
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
আবার হাতির হামলায় মৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement