Murshidabad News: টোটো-ই এবার অ্যাম্বুল্যান্স! সরু গলিতে বাড়ি হলেও এখন কোনও চিন্তা নেই
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
জরুরি ভিত্তিতে ফোন করলেই মিলবে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা। সাধারণ অ্যাম্বুল্যান্সের থেকে সম্পূর্ণ আলাদা এই বিশেষ অ্যাম্বুল্যান্স।
মুর্শিদাবাদ: জরুরি ভিত্তিতে ফোন করলেই মিলবে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা। সাধারণ অ্যাম্বুল্যান্সের থেকে সম্পূর্ণ আলাদা এই বিশেষ অ্যাম্বুলেন্স। সাধারণ অ্যাম্বুল্যান্স শহরের অনেক অলিগলিতে সরু রাস্তায় ঢুকতে পারেনা। কিন্তু ওই সমস্ত সরু রাস্তায় টোটো সহজে ঢুকে যায়। তাই বহরমপুর শহরে চালু হল প্রথম টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার।
বর্তমানে টোটো চলাচল নিয়ে একাধিক জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে শহরের বুকে অলিগলির কথা মাথায় রেখে এই টোটো অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করা হল।স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত মৈত্রের উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়।
advertisement
advertisement
নয়া এই পরিষেবা চালু হওয়ায় মনে করা হচ্ছে সাধারণ মানুষের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া সুবিধাজনক হবে। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেন, ‘বহরমপুরের খাগড়া, সৈদবাদের মত পুরনো এলাকার ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুল্যান্স প্রবেশ করানো খুবই মুশকিল।তাই এই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি টোটোকে অ্যাম্বুল্যান্স পরিবর্তিত করা হয়েছে। একটি ছোট অ্যাম্বুল্যান্স অক্সিজেন সাপোর্ট-সহ যে সমস্ত সুবিধা থাকে টোটো অ্যাম্বুলেন্সেও সেই সমস্ত সুবিধা থাকবে’।
advertisement
স্বেচ্ছাসেবী সংস্থার প্রায় ২০ জন সদস্য নিজেরা চাঁদা তুলে টোটোটি কেনার পর সেটিকে অ্যাম্বুল্যান্স পরিবর্তিত করার যাবতীয় ব্যয়ভার বহন করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার কার্যালয়ে ফোন করলেই বহরমপুরবাসী এই টোটো অ্যাম্বুল্যান্সের সুবিধা পেতে পারেন।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 11:26 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: টোটো-ই এবার অ্যাম্বুল্যান্স! সরু গলিতে বাড়ি হলেও এখন কোনও চিন্তা নেই