দীর্ঘক্ষণ বাঘরোলের দেহটি পরে থাকে। এগিয়ে আসেন স্থানীয় কাউন্সিলর গণেশ চক্রবর্তী। তিনি বন দফতরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। বাঘরোলটির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বন দফতর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বাঘরোল 'বিপন্ন' তালিকাভুক্ত। বাঘরোলকে বাঁচাতে লাগাতার প্রচার চালিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এর মধ্যে গত এক বছরে একাধিক বাঘরোল মৃত্যুর ঘটনা সামনে এসেছে। প্রায় সারা বছর বিভিন্ন কর্মসূচি বাঘরোলকে রক্ষা করতে।
advertisement
আরও পড়ুন - এ কি অবস্থা হাসপাতালে! গোটা চত্বর যেন গরু ছাগলের খোঁয়ার!
কখনও দেখা যায়, শিকারিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা গ্রামেগঞ্জে মানুষকে সচেতন বিভিন্ন ব্যানার,পোষ্টার,আলোচনা সভা এ বিষয়ে দারুণ ভাবে সক্রিয় ভূমিকা পালন করছে, বন্দপ্তর পশুপ্রেমী মানুষ ও সংগঠন। তার ফলে কিছু অংশের মানুষ সচেতন হলেও, বিভিন্ন কারণে বাঘরোল মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। তা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
RAKESH MAITY