TRENDING:

Howrah Durga Puja 2022 II আন্দামান দ্বীপপুঞ্জের এক টুকরো ছবি ডোমজুড় বিপন্নপাড়ার পুজো মন্ডপে

Last Updated:

আন্দামানে নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপান্তরের এক টুকরো ছবি হাওড়ার ডোমজুড় বিপন্নপাড়ার পুজো মন্ডপে। ডোমজুড় বিপন্ন পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মন্ডপ ভাবনায় জারোয়া জনগোষ্ঠী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : আন্দামানে নিকোবর দ্বীপপুঞ্জের দ্বীপান্তরের এক টুকরো ছবি হাওড়ার ডোমজুড় বিপন্নপাড়ার পুজো মন্ডপে। ডোমজুড় বিপন্ন পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মন্ডপ ভাবনায় জারোয়া জনগোষ্ঠী। তাদের জীবন জীবিকা, কি রূপ, বিভিন্ন শিল্পকলার মাধ্যমে দর্শকদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা। বাসই পাতার ঘেরা মন্ডপ, তার মধ্যে জারোয়া গোষ্ঠীর মানুষের মাটির মডেল, তাদের জীবন জীবিকা চালচিত্র মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো উদ্যোক্তারা তাদের এবছরের মন্ডপসজ্জা জারোয়া জনগোষ্ঠীর জীবনযাত্রা।
advertisement

পুজো উদ্যোক্তা আশীষ চক্রবর্তী জানান, মানুষ জানতে চায় দ্বীপান্তরে জারোয়া জনগোষ্ঠী কিভাবে জীবন যাপন করছে, বর্তমানে এই সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জারোয়া জনগোষ্ঠী এই আধুনিক জগত তাদের কাছে অজানা, তবে তারা কিভাবে দিন পার করছে, সেই বিষয়কেই মন্ডপে শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের বাহিরে বাঁশ ও ছই পাতার কারুকার্য অন্তরে প্রবেশ করলে এক টুকরো দ্বীপান্তরের চিত্র, একদিকে জারোয়া জনগোষ্ঠীর জীবন চিত্র তার আঙ্গিকেই সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দর সেখানেই দেখা যাবে পুরুষ মহিলা আদিবাসী নৃত্য, মহিলারা নিত্য করছে এবং আদিবাসী পুরুষ বাদ্যযন্ত্র হাতে।

advertisement

আরও পড়ুনঃ পুজোয় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াল আমতা পোস্টাল সাব ডিভিশনের কর্মচারীরা

দু'বছর করোনা গ্রাসে প্রায় সমস্ত রকম উৎসব অনুষ্ঠান বন্ধ থাকার পর এবার সর্বোত্ত আরো জাঁকজমক পূর্ণ দূর্গা উৎসব। ডোমজুড় বিপন্নপাড়া স্পোটিং অ্যাসোসিয়েশনের মন্ডপে মানুষের ভির। মন্ডপ সেজে উঠেছে বাঁশ ছই পাতা শাল পাতা মাটির কটোরা সহ নানা পরিবেশবান্ধব জিনিস দিয়ে। পুজো উদ্যোক্তাদের বার্তাই হল প্লাস্টিক সহ পরিবেশ দূষণ পদার্থ বর্জন, পরিবেশ রক্ষার বার্তা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Durga Puja 2022 II আন্দামান দ্বীপপুঞ্জের এক টুকরো ছবি ডোমজুড় বিপন্নপাড়ার পুজো মন্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল