বন দফতর সূত্রে জানা গেছে, গড়চুমুক মিনি জু'য়ের প্রাণী দত্তক নিতে অনলাইনে বা হাওড়ায় বন দফতরের অফিস বা গড়চুমুকের অফিসে গিয়ে আবেদন করতে হবে। বিভিন্ন প্রাণী অনুযায়ী নির্ধারণ করা হয়েছে দত্তক মূল্য। আড়াই হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা অব্ধি দত্তক মূল্য নির্ধারণ করা হয়েছে। এক মাস থেকে এক বছরের জন্য একটি প্রাণীকে দত্তক নেওয়া যাবে।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে মৃত এক প্রৌঢ়
বন দফতরের এক অধিকর্তা জানান, যিনি দত্তক নেবেন তিনি ও তাঁর পরিবারের চারজন সদস্য ওই নির্দিষ্ট সময়কালের জন্য বিনামূল্যে গড়চুমুক মিনি জুতে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রাণীর এনক্লোজারের সামনে দত্তক গ্রহণকারী নাম ও ছবি সম্বলিত সাইনবোর্ড টাঙানো হবে। এর ফলে বন্যপ্রাণীদের প্রতি মানুষের ভালোবাসা যেমন বাড়ছে তেমনই মানুষের মধ্যে সচেতনতাও জাগছে। পরিবেশপ্রেমীদের কথায়, পরিবেশের স্বার্থে এই ধরনের উদ্যোগ আরও বেশি প্রয়োজন।
আরও পড়ুনঃ উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় সচেতনতা শিবির
উল্লেখ্য, জোরকদমে সেজে উঠছে গড়চুমুক মিনি জু। একসময়কার গড়চুমুক ডিয়ার আজ গড়চুমুক জুলজিক্যাল গার্ডেনে রূপান্তরিত হয়েছে। জানা গেছে, গড়চুমুকের এই মিনি জু'তে বর্তমানে আশিটিরও বেশি হরিণ রয়েছে। রয়েছে পাঁচটি কুমির, ময়ূর, পোর্কুপাইন, কচ্ছপ, ফিসিং ক্যাট, জঙ্গল ক্যাট, ম্যাকাও সহ বহু প্রজাতির পশুপাখি। এবার তাদের দত্তক নিতেই এগিয়ে আসছেন সাধারণ মানুষ।
Rakesh Maity