Howrah News: উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় সচেতনতা শিবির

Last Updated:

উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির,বর্তমান সময়ে নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ, নারী নির্যাতনের মতো বিভিন্ন ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। মূলত সচেতনতার অভাবেই এই সমস্ত ঘটনা বেশি করে ঘটে, এর প্রতিরোধে দরকার সচেতনতা।

#হাওড়া : উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির,বর্তমান সময়ে নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ, নারী নির্যাতনের মতো বিভিন্ন ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। মূলত সচেতনতার অভাবেই এই সমস্ত ঘটনা বেশি করে ঘটে, এর প্রতিরোধে দরকার সচেতনতা। তাই সমাজের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই সচেতনতার কাজই চালাচ্ছে পুলিশ, প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হাওড়ার উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল এমনই এক সচেতনতা শিবির।
নারী পাচার, বাল্যবিবাহ, কন্যাভ্রূণ হত্যার বিষয়ে সমাজে সচেতনতার বার্তা দিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উলুবেড়িয়া মহিলা থানার উদ্যোগে আমতার 'স্বপ্ন দেখার উজান গাঙ' নামক স্বেচ্ছাসেবী সংগঠন হাওড়া জেলা চাইল্ড লাইনের সহযোগিতায় বৃহস্পতিবার উলুবেড়িয়ার বহিরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হল 'স্বয়ংসিদ্ধা' শীর্ষক বিশেষ সচেতনতা শিবির। এই শিবিরে অংশ নিয়েছিলেন এলাকার বেশ কিছু কিশোরী, যুবতী সহ মহিলারা।
advertisement
advertisement
পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড লাইনের প্রতিনিধিরা এদিন সংশ্লিষ্ট বিষয়ের উপর শিবিরে উপস্থিত কিশোরী, যুবতী মহিলাদের সামনে সবিস্তারে আলোচনা করেন। নারীপাচার রোধে কী করণীয়, বা বাল্যবিবাহ রোধে কী পদক্ষেপ নিতে হবে তা খুব সহজভাবে বুঝিয়ে দেন পুলিশ আধিকারিকরা। দিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার ওসি পিঙ্কি চক্রবর্তী, বহিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বেগম সহ স্বেচ্ছাসেবী সংগঠন চাইল্ড লাইনের সদস্যরা। সমাজে সচেতনতার বীজ বপনে পুলিশের এহেন উদ্যোগে খুশি স্থানীয় মহিলারা।
advertisement
 
 
 
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় সচেতনতা শিবির
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement