Howrah News: মর্মান্তিক! ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে মৃত এক প্রৌঢ়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আবারও রেল দূর্ঘটনা, প্রাণ গেল এক মাঝ বয়সী ব্যক্তির, ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু ওই অজ্ঞাত পরিচয় ব্যাক্তির। সদ্য কয়েক দিন আগে রাতের অন্ধকারে উলুবেড়িয়া রেল ষ্টেশন সংলগ্ন লাইনে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ যায় তিন কিশোরের
#হাওড়া : আবারও রেল দূর্ঘটনা, প্রাণ গেল এক মাঝ বয়সী ব্যক্তির, ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু ওই অজ্ঞাত পরিচয় ব্যাক্তির। সদ্য কয়েক দিন আগে রাতের অন্ধকারে উলুবেড়িয়া রেল ষ্টেশন সংলগ্ন লাইনে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ যায় তিন কিশোরের, তাতে এলাকায় শোকের ছায়া, তার পর আবারো এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে শুক্রবার সকাল ৯ টা নাগদ, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর, ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনের মাঝে।
29/9X ও 29/7X রেল পোস্টের মাঝে আপ লাইনে পড়ে মৃত্যু। এদিকে এ ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছেছে রেল পুলিশের কর্মীরা। তবে এখনো পর্যন্ত তারা মৃত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানতে পারেনি। স্থানীয় সূত্রে খবর শুক্রবার সকাল ৯টা থেকে ৯ টা ১৫ মিনিটের মধ্যে এই দূর্ঘটনা ঘটেছে। তারা আরো বলেন এদিন সকালে যখন আপ মেদিনীপুর লোকাল যাচ্ছিল ঠিক তখনই ওই ব্যক্তি ওই ট্রেনের গেটের সামনে ঝুলন্ত অবস্থায় থেকে পড়ে দূর্ঘটনা, বলেই মনে করছে স্থানীয়রা।
advertisement
আরও পড়ুনঃ উলুবেড়িয়ার গ্রামে পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় সচেতনতা শিবির
ট্রেন থেকে পরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে না কি দুর্ঘটনা এখনও তা স্পষ্ট নয়, ঘটনার তদন্তে রয়েছে উলুবেড়িয়া থানার জি আর পি কর্মীরা। পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
October 14, 2022 1:27 PM IST