TRENDING:

Howrah News: বাইকে পেট্রল ভরে চালাতে গিয়েই বিপত্তি, পাম্পে এ কী ঘটছে! বড় অভিযোগে সরব যুবকদল

Last Updated:

Howrah News: যুবকের অভিযোগ, তিনি ৫১০ টাকার পেট্রল নেন ঐ পাম্প থেকে। বাইক স্ট্রার্ট দিয়ে জাতীয় সড়কে ওঠার পরই বাইক বন্ধ হয়ে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে তাঁর সন্দেহ হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: বাইকে পেট্রল ভরে বিপাকে চালক। পেট্রল পাম্পে ভেজাল পেট্রল দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হলেন একদল যুবক। ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের পাঁচলার রঘুদেবপুর এলাকায়।
advertisement

ক্রমশ বাড়ছে পেট্রো পণ্যের দাম। আর তাতে সাধারণ মানুষ ক্রমশ দুর্দশার অন্ত নেই। তার উপর পাম্প থেকে ভেজাল পেট্রল ভরানোর অভিযোগ সামনে এল। এই ঘটনাকে ঘিরে এলাকায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, সেখ নাইমউদ্দিন আহমেদ নামের এক যুবক শনিবার তাঁর বাইকে পেট্রল নিতে আসেন জাতীয় সড়ক লাগোয়া পাঁচলার একটি পেট্রল পাম্পে। যুবকের অভিযোগ, তিনি ৫১০ টাকার পেট্রল নেন ঐ পাম্প থেকে। বাইক স্ট্রার্ট দিয়ে জাতীয় সড়কে ওঠার পরই বাইক বন্ধ হয়ে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে তাঁর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে যুবক বাইকের তেল চেক করেন।

advertisement

আরও পড়ুন: বাড়ছে গরম! দক্ষিণে ফের কবে বর্ষার দাপট? উত্তরে ভোটগণনা ব্যাহত হবে বৃষ্টিতে! আবহাওয়ার বড় আপডেট

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুর্শিদাবাদে ১৭৫টি আসনে ফের নির্বাচন! ভোটারদের লাইন চোখে পড়ার মতো

যুবকের অভিযোগ, পেট্রলে ভেজাল মিশিয়ে দেওয়া হয়েছে। তার আরও অভিযোগ, শুধু তাঁর গাড়ি নয়। তার সঙ্গে থাকা বন্ধুদের বাইকেও এদিন একই ঘটনা ঘটেছে। এরপরই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন ওই যুবকরা। যদিও এবিষয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খবর পেয়ে পাম্পে আসেন রাজাপুর থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বাইকে পেট্রল ভরে চালাতে গিয়েই বিপত্তি, পাম্পে এ কী ঘটছে! বড় অভিযোগে সরব যুবকদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল