Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুর্শিদাবাদে ১৭৫টি আসনে ফের নির্বাচন! ভোটারদের লাইন চোখে পড়ার মতো

Last Updated:

Panchayat Election 2023: রাজ্যের মধ্যে সব থেকে বেশি পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়েই সকাল ৭টা বাজার সঙ্গে সঙ্গে ভোটারদের লম্বা লাইন দেখা যায়।

পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়।
পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়।
মুর্শিদাবাদ: শনিবার ভোটের হিংসা দেখেছিল মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। গ্রাম বাংলার ভোট যেন রক্তের হোলিখেলার রূপ ধারণ করে। প্রাণ যায় চারজনের। আহতের সংখ্যা শতাধিক। আর এবার রাজ্যের মধ্যে সব থেকে বেশি পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায়। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়েই সকাল ৭টা বাজার সঙ্গে সঙ্গে ভোটারদের লম্বা লাইন দেখা যায়।
শনিবার ভোটে ছাপ্পা, রিগিং, গুলি চালানো, বোমাবাজি মারামারির মতো ঘটনা ঘটে। পাশাপাশি, ব্যালট বক্স লুঠ করে কোথাও ফেলা হয় পুকুরে কোথাও বা আগুন লাগিয়ে, এমনকি পুড়িয়ে দেওয়া হয় ব্যালট পেপার। শুধু তাই নয় জল ঢেলে দেওয়া ব্যালট বক্সে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন ভোট কর্মীরা। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবার মুর্শিদাবাদ জেলার ১৭৫টি বুথে পুনরায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
advertisement
সোমবার সকাল ৭টা থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে দিয়েই এই ভোট গ্রহণ পর্ব শুরু করা হয়। অনেকের মতে, শনিবার যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকত তাহলে হয়তো এই পরিমাণ সন্ত্রাস হত না। প্রাণ যেত না মানুষের।
advertisement
যদিও সোমবার নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া করা একমাত্র লক্ষ্য নির্বাচন কমিশনের। সোমবার পুনরায় নির্বাচন শেষ হলেই মঙ্গলবার চলবে ভোট গণনা। ইতি মধ্যেই বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement
শনিবার ভোট শুরুর আগে থেকেই মুর্শিদাবাদ জেলার রক্তাক্ত হয়ে ওঠে। খড়গ্রামে খুন হন দু’জন, পরে নওদা এবং লালগোলায় খুন হন আরও দু’জন। নির্বাচন মানেই মুর্শিদাবাদ জেলা রক্তাক্ত, সন্ত্রাস বোমা বারুদের আঁতুরঘর। যদিও এবারের পঞ্চায়েত নির্বাচন অন্যান্য বারের সমস্ত কিছুকেই ছাপিয়ে গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুর্শিদাবাদে ১৭৫টি আসনে ফের নির্বাচন! ভোটারদের লাইন চোখে পড়ার মতো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement