Purba Medinipur: স্ট্রংরুমে ব্যালট বক্স বদলের অভিযোগ! তৃণমূল নেতাকে মার- গাড়িতে আগুন, রণক্ষেত্র তমলুক

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক ব্লকের নাইকুড়ি উচ্চ বিদ্যালয়ে স্ট্রংরুম করা হয়েছিল৷ বিজেপি-র অভিযোগ, এ দিন সেই স্ট্রংরুমে ঢুকে ব্যালট বাক্স অদল বদল করে কারচুপি চলছিল৷

তমলুকের তৃণমূল নেতার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়৷
তমলুকের তৃণমূল নেতার বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়৷
তমলুক: স্ট্রং রুমে ব্যালট পেপারে কারচুপি করা হতে পারে৷ ভোটের প্রচার পর্বেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এবার স্ট্রংরুমে ব্যালটে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং তমলুক৷
অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷ তৃণমূল নেতা তথা তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে মারধর করে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মীরা৷ পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক ব্লকের নাইকুড়ি উচ্চ বিদ্যালয়ে স্ট্রংরুম করা হয়েছিল৷ বিজেপি-র অভিযোগ, এ দিন সেই স্ট্রংরুমে ঢুকে ব্যালট বাক্স অদল বদল করে কারচুপি চলছিল৷ বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, এই কারচুপিতে জড়িত তমলুক টাউন ব্লক তৃণমূল সভাপতি এবং তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া৷
এই অভিযোগেই ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেন বিজেপি কর্মীরা৷ তাঁর বাইক এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ তমলুক- পাঁশকুড়া রাজ্য সড়কও অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয় র‍্যাফ৷ পথ অবরোধ তুলে দিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ৷ লাঠি নিয়ে তাড়া করে বাড়ি বাড়ি ঢুকে চলে ধরপাকড়৷ সবমিলিয়ে নির্বাচন মিটে গেলেও অশান্তি থামার লক্ষণ নেই৷
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: স্ট্রংরুমে ব্যালট বক্স বদলের অভিযোগ! তৃণমূল নেতাকে মার- গাড়িতে আগুন, রণক্ষেত্র তমলুক
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement