Purba Medinipur: স্ট্রংরুমে ব্যালট বক্স বদলের অভিযোগ! তৃণমূল নেতাকে মার- গাড়িতে আগুন, রণক্ষেত্র তমলুক
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক ব্লকের নাইকুড়ি উচ্চ বিদ্যালয়ে স্ট্রংরুম করা হয়েছিল৷ বিজেপি-র অভিযোগ, এ দিন সেই স্ট্রংরুমে ঢুকে ব্যালট বাক্স অদল বদল করে কারচুপি চলছিল৷
তমলুক: স্ট্রং রুমে ব্যালট পেপারে কারচুপি করা হতে পারে৷ ভোটের প্রচার পর্বেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এবার স্ট্রংরুমে ব্যালটে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং তমলুক৷
অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা৷ তৃণমূল নেতা তথা তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে মারধর করে তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মীরা৷ পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুক ব্লকের নাইকুড়ি উচ্চ বিদ্যালয়ে স্ট্রংরুম করা হয়েছিল৷ বিজেপি-র অভিযোগ, এ দিন সেই স্ট্রংরুমে ঢুকে ব্যালট বাক্স অদল বদল করে কারচুপি চলছিল৷ বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, এই কারচুপিতে জড়িত তমলুক টাউন ব্লক তৃণমূল সভাপতি এবং তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া৷
এই অভিযোগেই ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করেন বিজেপি কর্মীরা৷ তাঁর বাইক এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ তমলুক- পাঁশকুড়া রাজ্য সড়কও অবরোধ করেন বিজেপি নেতা কর্মীরা৷
advertisement
পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশবাহিনী৷ নামানো হয় র্যাফ৷ পথ অবরোধ তুলে দিয়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ৷ লাঠি নিয়ে তাড়া করে বাড়ি বাড়ি ঢুকে চলে ধরপাকড়৷ সবমিলিয়ে নির্বাচন মিটে গেলেও অশান্তি থামার লক্ষণ নেই৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 10:12 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: স্ট্রংরুমে ব্যালট বক্স বদলের অভিযোগ! তৃণমূল নেতাকে মার- গাড়িতে আগুন, রণক্ষেত্র তমলুক