Panchayat election 2023: আজ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন, সর্বাধিক মুর্শিদাবাদে! ফের রক্ত ঝরবে না শান্তিতে ভোট?

Last Updated:

ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷

সোমবার ফের ভোট।
সোমবার ফের ভোট।
কলকাতা: প্রত্যাশিত ভাবেই আজ সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমি়শন৷ গত় শনিবার পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বিভিন্ন জেলা৷ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল৷ জেলায় জেলায় দেখা গিয়েছিল অবাধ ভোট লুঠের ছবি৷
ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন৷ সেই রিপোর্ট খতিয়ে দেখে কোন জেলায় কতগুলি বুথে পুনরায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে সবথেকে বেশি পুনর্নির্বাচন দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়৷ সেখানে ১৭৫টি বুথে ফের ভোট হবে৷ এর পরেই রয়েছে লাগোয়া মালদহ জেলা (১০৯টি বুথ), কোচবিহার (৫৩টি বুথ), নদিয়া (৮৯টি বুথ), উত্তর চব্বিশ পরগণা (৪৬টি) বুথ৷ এ ছাড়াও পূর্ব মেদিনীপুরের ৩১টি, হুগলির ২৯টি. দক্ষিণ চব্বিশ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব মেদিনীপুরের যে বুথগুলিতে ফের ভোট হবে তার মধ্যে নন্দীগ্রামেরও দুটি বুথ রয়েছে৷ এ ছাড়াও উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি, হাওড়ায় ৮টি  বুথে পুনরায় ভোট হবে৷ ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিং জেলার বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়নি৷
advertisement
শনিবার ভোট চলাকালীন সবথেকে বেশি উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ৷ সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৭৫টি বুথে পুনর্নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়৷ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷
কমিশন জানিয়েছে, সোমবার যে বুথগুলিতে পুনরায় ভোট হবে, সেখানে সর্বত্রই হাফ সেকশন বা চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: আজ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন, সর্বাধিক মুর্শিদাবাদে! ফের রক্ত ঝরবে না শান্তিতে ভোট?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement