কিন্তু সারা না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতর তাকালে তারা দেখে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রিয়তমকে। এর পরেই সেই খবর যায় বাগনান থানায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বাগনান থানার পুলিশ। পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে প্রীতমের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে এই যুবক। এদিকে পুলিশ দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।
advertisement
আরও পড়ুনঃ যাত্রী প্রতীক্ষালয় এখন ডাম্পিং গ্রাউন্ড! ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ বাস যাত্রীরা
এদিকে মঙ্গলবার সকাল থেকে প্রীতম তার বাড়ির লোকের ফোন না ধরায় তার পরিবারের লোক বাগনানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝ রাস্তায় আসর পরই প্রীতমের মৃত্যুর খবর জানতে পারে প্রীতমের পরিবারের সদস্যরা। এদিকে মৃত প্রীতমের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে গোটা ঘটনার কথা জানিয়ে বাগনান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।
Rakesh Maity