Howrah News: যাত্রী প্রতীক্ষালয় এখন ডাম্পিং গ্রাউন্ড! ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ বাস যাত্রীরা

Last Updated:

যাত্রীদের সুবিধার্থে সড়কের বিভিন্ন স্থানে দেখা মেলে যাত্রী প্রতীক্ষালয়ের, এই প্রতীক্ষালয় গুলি মূলত রোদ বৃষ্টি ঝড় বা দীর্ঘক্ষণ যানবাহনের অপেক্ষারত যাত্রীরা নিরাপদে আশ্রয় নেন প্রতীক্ষালয়ে। তবে রাস্তার পার্শ্ববর্তীতে এমন একটি প্রতীক্ষালয় রয়েছে।

+
title=

#হাওড়া : যাত্রীদের সুবিধার্থে সড়কের বিভিন্ন স্থানে দেখা মেলে যাত্রী প্রতীক্ষালয়ের, এই প্রতীক্ষালয় গুলি মূলত রোদ বৃষ্টি ঝড় বা দীর্ঘক্ষণ যানবাহনের অপেক্ষারত যাত্রীরা নিরাপদে আশ্রয় নেন প্রতীক্ষালয়ে। তবে রাস্তার পার্শ্ববর্তীতে এমন একটি প্রতীক্ষালয় রয়েছে। অথচ সেখানে কোন যাত্রী আশ্রয় নিতে পারছেন না, সেই প্রতীক্ষালয়টি হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পার্শ্ববর্তী সার্ভিস রোডের উপর প্রতীক্ষালয়টি রয়েছেসেই যাত্রী প্রতীক্ষালয়টি ব্যবহারের উপযোগী নয়। ওই প্রতীক্ষালয়ের পার্শ্ববর্তীতে অবাধে পড়ছে নোংরা আবর্জনা।
সেই নোংরা আবর্জনা জেরে তীব্র দূর্গন্ধ ছড়াচ্ছে, সেই দুর্গন্ধ যেমন সমস্যার কারণ তার পাশাপাশি ওই নোংরা আবর্জনা বিভিন্নভাবে উঠে আসছে প্রতীক্ষালয়ে, শুধু যে এই প্রতীক্ষালয় নোংরা আবর্জনা ঢাকছে তা নয়, ওই এলাকায় সার্ভিস রোডের একই দশা প্রায় গোটা ফুটপাত নোংরা আবর্জনায় ঢেকেছে। পথ চলতি মানুষদের কথায় জানা যায়, নোংরা আবর্জনা বা দুর্গন্ধ এই সমস্যা দীর্ঘদিনের, যাত্রী প্রতীক্ষালয়টি নিমৃত হওয়ার পর থেকেই বেহালদশা অভিযোগ স্থানীয় ও পথ চলতি মানুষের।
advertisement
আরও পড়ুনঃ বাঁকুড়ার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়ায়! মৃত্যু ঘিরে রহস্য
বর্তমানে রোদ বা বৃষ্টিতে খোলা আকাশের নিচেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। আবার একাংশের অভিযোগ ফুটপাত বা প্রতীক্ষালায় আড়াল করে সারি সারি ট্রাক দাঁড়িয়ে, তাতেও অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মানুষের। যানবাহনের অপেক্ষা করতে হয় কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে, প্রতীক্ষালায় দাঁড়িয়ে থাকা তো দূরের কথা ওই রাস্তা ধরে হাঁটা চলাই দায় হয়ে পড়ে, এতটাই দুর্গন্ধ বলছেন একাংশের মানুষ। এই সমস্যা কবে সমাধান হবে।
advertisement
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: যাত্রী প্রতীক্ষালয় এখন ডাম্পিং গ্রাউন্ড! ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ বাস যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement