বুধবার দুপুরে সুজয় বাবু এক সাংবাদিক বৈঠকে বলেন, যাতে এবার বর্ষায় কোনওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই আগাম পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা সমস্ত এজেন্সিদের সঙ্গে কথা বলেছি। তারা কয়েকটি বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।
আরও পড়ুন ঃ হাওড়ায় বিরিয়ানি কাণ্ড! এমন বিরিয়ানি? তাও এই দামে? জানলে অবাক হবেন
advertisement
যেমন ত্রিফলা আলোয় যে আর্থিং থাকে, সেটা ঠিকঠাক রয়েছে কিনা তারা দেখেছেন। কোনও খোলা তার কোথাও বিপজ্জনক অবস্থায় রয়েছে কিনা, সেটাও তারা পরীক্ষা করে দেখেছেন। ত্রিফলা আলোর যে লুপ বক্স থাকে সেটাও তারা পরীক্ষা করে দেখেছেন। বাতিস্তম্ভের উপরে কোন অংশ খোলা রয়েছে কিনা সেইটি তারা নিশ্চিত করেছেন। এরকম বেশ কয়েকটি বিষয় তারা ইতিমধ্যেই পরীক্ষা করে পুরসভাকে রিপোর্ট দিয়েছেন। তাই এবার পুরসভা অনেক বেশি সতর্ক।
সুজয় বাবু বলেন, আমরা জানিয়েছি যে যদি কেউ বেআইনিভাবে ত্রিফলা আলোর স্তম্ভ থেকে হুকিং করে বিদ্যুৎ চুরি করে। তাহলে তৎক্ষণাৎ ওই অভিযুক্ত ব্যক্তি বা কারও বিরুদ্ধে এজেন্সি সরাসরি এফআইআর করতে পারবে। সেই নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে পুরসভার বিদ্যুৎ দফতর তাদের পাশে থেকে সর্বদা সাহায্য করবে। এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে। যাতে এজেন্সির সঙ্গে পুরসভার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সবসময় যোগাযোগ থাকে। যাতে কোনও বিপদ ঘটলে বা সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেখানে মেসেজ পাঠানো যায়।
রাকেশ মাইতি