বাজারে যে শাড়িটির দাম ১০০০ টাকা সেটি এই মেলায় মিলছে ৬০০ থেকে ৭০০ টাকায়। পাইকারি দরে শাড়ি বিক্রি হচ্ছে খুচরোতে। যেহেতু সরাসরি তাঁতিদের থেকে ক্রেতারা শাড়ি কিনছে তাই বাজার মূল্যের থেকে অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছে এখানে। পুজোর আর মাত্র কয়েকটা দিন তাই শাড়ি কিনতে বেরিয়ে পড়েছেন ক্রেতারা। ভাদ্রের গরমকে উপেক্ষা করে চলছে কেনাকাটা। নানান রকম তাঁতের সম্ভার নিয়ে হাজির তাঁত শিল্পীরাও।
advertisement
আরও পড়ুনঃ খেলার মাঠ বাঁচানোর দাবিতে ডানকুনি পৌরসভায় বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কিনতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা।চিরাচরিত তাঁতের ঢাকাই শাড়ি, জামদানী, টাঙ্গাইল , বালুচরি তো আছেই এবার চাহিদা বেশি লিনেন বাটিক, মনিপুরি, হাকোভা, আসাম খাদির বলছেন বিক্রেতারা। প্রতি সপ্তাহে মঙ্গলবার এই তাঁত হাটে ফুলিয়া শান্তিপুর, সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, কালনা, ধনিয়াখালী ও বেগমপুরের তাঁতিরা শাড়ির সম্ভার নিয়ে হাজির হন।
আরও পড়ুনঃ অবাক কাণ্ড! পানীয় জলের কল থেকে বেরোচ্ছে নর্দমার জল!
সুলভ দাম হওয়ায় পুজোর কেনাকাটার সঙ্গে অনেকে বিয়ের কেনাকাটাও সেরে নিচ্ছেন। এ বিষয়ে একজন তাঁতি জানান, শান্তিপুর, কালনা ধনেখালি নানান জায়গা থেকে তাঁতিরা এসেছেন নিজেদের শাড়ির সমাহার নিয়ে। বেচাকেনা ও বেশ ভালই চলছে এই হাটে। পুজোর আগে তাঁতিদের ও লক্ষী লাভের বরাদ বেড়েছে এই হাটের দ্বারা।
Rahi Haldar





