এই বিষয় গোঘাট দুই ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকারিক জানান ব্লকের প্রান্তিক মানুষদের আর্থিক সহায়তার জন্য গ্রহণ করেছে একইভাবে সারা রাজ্যের সাথে আরামবাগ মহকুমার বিভিন্ন ব্লকে এই প্রকল্পের মাধ্যমে হাঁস-মুরগি প্রদান চলছে। মূলত এই হাঁস মুরগি প্রদানের উদ্দেশ্য ও সরকারের লক্ষ্য হল একদিকে যেমন গ্রামের প্রান্তিক মানুষ এই হাঁস মুরগি পালন করে আর্থিক সহায়তা পাবে অন্যদিকে এই হাঁস মুরগি বাজারে মাংস ও ডিমের যোগান দেবে।
advertisement
আরও পড়ুন: টেডি ডে-তে বিনিয়োগ করুন বিয়ার মার্কেটে, দেখে নিন লাভ করবেন কীভাবে!
আরও পড়ুন: রুপোর দাম পড়লেও সোনার দামে স্বস্তি নেই, জেনে নিন আজকের বাজারদর!
গোঘাট দুই ব্লকের বিভিন্ন এলাকায় বহু প্রান্তিক মানুষ এই প্রকল্পে হাঁস মুরগি পালন করছে। তারা অনেক উপকৃত হয়েছে সরকারের এই প্রকল্পের মাধ্যমে। গোঘাট দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় হাঁস-মুরগি পালনের একটা চল আছে। তাই এই এলাকার বিভিন্ন জায়গায় হাঁস মুরগি পালন ব্যাপকভাবে শুরু হয়েছে। সেখানে সরকারি এই সাহায্য পেয়ে আরও উন্নয়ন হবে। একদিকে এই হাঁস-মুরগি পেয়ে তারা যেমন উৎসাহিত হচ্ছে অন্যদিকে এই হাঁস-মুরগি বাজারে মাংস ও ডিমের যোগান দিচ্ছে এবং হাঁস-মুরগি বিক্রি করে আর্থিকভাবে তারা সহায়তা পাচ্ছে।
অন্যদিকে গ্রামের এক মহিলা জানান, সরকার মুরগি এবং হাঁস দিয়েছি যেখান থেকে আমরা পুষ্টির জন্য খাচ্ছি এবং উল্টোদিকে উপার্জন করা হয়। সরকারকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Suvojit Ghosh