Hooghly News: অল্প সময়ে বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে হুগলির মাশরুম চাষ

Last Updated:

প্রচুর পরিমাণে মাশরুম বিক্রয় হচ্ছে বাজারে এছাড়াও বড় সংস্থাগুলিও প্যাকেট বন্দি করে বিক্রয় করছে এই হাই প্রোটিন ‌যুক্ত খাবার।

+
title=

গোঘাট :ঘরেই করুন মাশরুম চাষ,অল্প সময়খরচে বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে হুগলির মাশরুম চাষ। মাশরুম চাষ করতে বেশি জায়গা লাগে না। বাড়িতে স্বল্প জায়গা থাকলেই সারা বছর করা ‌যায় মাশরুম চাষ। হুগলির গোঘাট দু নম্বর ব্লকের বেঙ্গাই পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামের তপন মণ্ডল এ চাষেই বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে। তাকে মাশরুম চাষ করতে সাহা‌য্যের হাত বাড়িয়ে দিয়েছে পঞ্চায়েত।
হুগলি জেলার বিভিন্ন ঘরে ঘরে যদি মাশরুম চাষ হয় তাহলে রোজগারের দিশা দেখতে পায় সধারণ মানুষ। কারণ বর্তমানে প্রচুর পরিমাণে মাশরুম বিক্রয় হচ্ছে বাজারে এছাড়াও বড় বড় সংস্থাগুলিও প্যাকেট বন্দি করে বিক্রয় করছে এই হাই প্রোটিন ‌যুক্ত খাবার। যার ফলে চাষিরা ভাল রকম উপার্জনের হচ্ছে মাশরুম চাষে।
advertisement
advertisement
এই বিষয়ে তপন বাবু মাশরুম জানিয়েছেন,প্রথমে খড়গুলি ছোট ছোট করে কেটে ছ- সাত ঘন্টা ভিজাতে দিতে হয় তারপর তুলে বীজ দিতে হয়। প্রত্যেকটি চারটে থেকে পাঁচটা স্টেজ করে বীজগুলি ছড়িয়ে দেওয়া হয়। আস্তে আস্তে সেগুলির দড়িতে ঝুলিয়ে দেয়া হয় তারপরই একমাস বাদে এই মাশরুম ফলনটি হয় । মাশরুম বড় হয়ে যাওয়ার পর প্যাকেট বন্দি করে বাজারে বিক্রি করি সেখান থেকে ভালো রকম রোজগার আসে। তিনি বলেন এত পরিমানের বিক্রয় হয় ‌যে ‌যোগান দেওয়ার সময় করে উঠতে পারি না। বেঙ্গাই পঞ্চায়েত তেকে মাশরুম চাষ প্রয়োজনে পুরো ব্যবস্থা বিনা ব্যয় করে দিয়েছে। মাশরুম চাষ করে লাভের অংশ দেখায় পঞ্চায়েতেকে সাধুবাদ জানিয়েছেন তপন বাবু।
advertisement
অন্যদিকে বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক জানান,অত্যন্ত দরিদ্র পরিবারের এই তপন মণ্ডল আগে থেকেই মাশরুম চাষ করতেন। যার ফলে যখন এই চাষ করার জন্য বড় উদ্যোগ নেয় তখন ১০০ দিনের কাজে মাধ্যমে তার মাশরুম চাষে ঘরটি বানিয়ে দেওয়া হয়।। এখন ভালোভাবেই মাশরুম চাষ করে রোজগারের পথ দেখছে তপন মণ্ডল।
advertisement
Suvojit Ghosh
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: অল্প সময়ে বিকল্প রোজগারের পথ দেখাচ্ছে হুগলির মাশরুম চাষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement