এই বছর বিশ্বকর্মা পুজো ১৭ তারিখে পড়লেও বিভিন্ন জায়গায় রবিবার থেকেই পুজিত হচ্ছেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে বাংলা জুড়ে। রবি বার থেকেই জেলার বিভিন্ন প্রান্তের আকাশ ছেয়ে রয়েছিল ঘুড়িতে। কিন্তু হুগলির চুঁচুড়ায় উড়ল যেন আকাশ জুড়ে ফানুস ঘুড়ি। বড় বড় ফানুসে ঘুড়ির আদল, ঘুড়িও ছিল।
আরও পড়ুন Avocado: দামি বিদেশী ফল এবার ফলবে বাংলার মাটিতে!
advertisement
ফুটবল রাজপুত্র মারাদোনাকে শ্রদ্ধা জানাতে ফুটবল ফানুস ওড়ানো হয়। আর্জেন্টিনার জার্সির রঙ নীল সাদা সেই নীল সাদা ফানুসও ওড়ানো হয়। মারাদোনার জার্সি নম্বর ছিল দশ তাই দশটি ফানুস ছাড়া হয় এদিন। কলকাতা বরানগর সহ বিভিন্ন জায়গা থেকে ফানুস প্রস্তুতকারকরা হাজির ছিলেন।চুঁচুড়ার মনসাতলা এলাকায় এইদিন বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই ফানুস ওড়ানোর আয়োজন করা হয়।
এই বিষয়ে এক ফানুস প্রস্তুতকারক সুশোভন দত্ত তিনি জানান, আগে একটা সময় তার বাড়ির বাবা কাকারা সবাই ফানুস তৈরি করতেন। এখন বর্তমানে তিনি একাই তৈরি করছেন। বিভিন্ন পূজা-পার্বণ বা বিশেষ দিনে তারা সেই দিন অনুযায়ী ফানুস তৈরি করেন। বিশ্বকর্মা পুজো ঘুড়ির দিন তাই ঘুড়ির আকৃতির ফানুস তারা বানিয়ে আকাশে উড়াচ্ছেন।
রাহী হালদার