তারপরই রবিবার সন্ধ্যায় রেখা চক্রবর্তী নামক ওই প্রবীণ মহিলাকে নিয়ে আসা হয় কোন্নগর নবোগ্রমের স্বতভারতি বৃদ্ধাশ্রমে। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব রায়পুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আচ্ছা লাল যাদব এর তৎপরতায় ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান, ওই মহিলার খবর সোশ্যাল মিডিয়া মারফত তিনি জানতে পারেন। জানা মাত্রই ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কানাইপুর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান আচ্ছা লাল যাদব জানান, ওই মহিলাকে এখন তারই পঞ্চায়েতের আওতায় থাকা একটি বৃদ্ধাশ্রমের রাখা হয়েছে। ওই মহিলা সুস্থ হয়ে উঠলে তাকে তার পরিবার-পরিজন সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। যতদিন না তিনি সুস্থ হচ্ছেন তিনি ওইখানেই থাকবেন।
advertisement
আরও পড়ুনঃ পুলিশের মানসিক স্বাস্থ্য চাঙ্গা করে তুলতে চালু হল 'লেটস ওপেন আপ'
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া মারফতি বিভিন্ন পোস্ট এর মাধ্যম দিয়ে ওই মহিলার ছবি দিয়ে জানার চেষ্টা চলবে ওই মহিলা কোথা থেকে এসেছেন। এই বিষয়টি থেকে প্রশ্ন থেকেই যায় মানুষের মানবিকতার উপর। যে মা তার নিজের সন্তানকে বড় করে তোলার জন্য জীবনের সবটুকু নিঃশেষ করে দেয়। বয়স কালে কিনা সেই মহিলার স্থান হবে রেল স্টেশন!
আরও পড়ুনঃ রাজ্যের মধ্যে সেরা পোস্টমাস্টার হলেন আরামবাগের শৈলেন ঘোষাল
প্রশ্ন থাকছে ভবিষ্যৎ তাহলে কি এতটাই নিষ্ঠুর গড়ে তুলছে মানুষকে। এর নেপথ্যের কারণ কি? শিক্ষার অভাব! নাকি সামাজিক শিক্ষার অভাব? কিছুদিন আগে শেওড়াফুলি স্টেশন থেকেও এক বয়স্ক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তার চিকিৎসার জন্য। সেখানেও ওই মহিলার কাছে তার উদ্ধারকারীরা দেবদূতের মত আগমন ঘটিয়ে তার জীবন বাঁচিয়েছেন।
Rahi Haldar