TRENDING:

Durga Puja 2022|| ভোগ খেতে আসতেন নজরুল ইসলাম, উত্তরপাড়ার চট্টোপাধ্যায়দের দুর্গাপুজোর গৌরবময় কাহিনী

Last Updated:

Uttarpara Chatterjee house Durga Puja steps on 270 years : উত্তরপাড়ার চট্টোপাধ্যায় বাড়ির  দুর্গাপুজো। প্রায় ২৭০ বছরের পুরনো এই বনেদি বাড়ির পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: উত্তরপাড়ার চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। প্রায় ২৭০ বছরের পুরাতন এই বনেদি বাড়ির দুর্গাপুজো। এই বংশের উত্তম পুরুষ ছিলেন অমরেন্দ্র চট্টোপাধ্যায়। যার নামে উত্তরপাড়ায় রয়েছে একটি স্কুল ও রাস্তা। অমরেন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশী ছিলেন। স্বাধীনতা আন্দোলনের সময় স্বদেশীদের সভা হত তাঁর বাড়িতে। অনেক স্বাধীনতা সংগ্রামী সে সময় বাড়িতে আসতেন। জ্যোতি বসু, প্রফুল্ল সেন রাও এসেছেন চট্টোপাধ্যায় বাড়িতে। কাজী নজরুল ইসলাম একবার অষ্টমীর ভোগ খেয়েছিলেন বলেও শোনা যায়।
advertisement

করোনার জেরে গত দু'বছর চট্টোপাধ্যায় বাড়িতে পুজোর বেশ কিছু রদবদল ঘটেছে। আগে পুজোর চার দিনই ছাগ বলি হত। করোনাকালে  সেই বলি বন্ধ হয়ে যায়। অষ্টমীতে ভোগ নিবেদন করা হত ভাত, ডাল, শুক্ত, মোচার ঘন্ট, খিচুড়ি, ইঁচড়ের ডালনা দিয়ে। করোনার কারণে সেই ভোগের মেনুতেও টান পড়েছিল গত দুই বছর। নবমীতে থাকত বিশেষ ভোজের পালা। মাছ, মাংস-সহযোগে পংক্তি ভোজে কবজি ডুবিয়ে খেতেন কম করে ৩০০ জন। শেষ দু-বছরে তাও হয়নি।

advertisement

আরও পড়ুনঃ প্রতিপদেই জ্বলে ওঠে রাজ রাজেশ্বরীর হোমকুণ্ড, বনেদিয়ানায় ঠাসা কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস

তবে এ বছর আবার তা ফিরতে চলেছে। নবমীর ভোজ হবে চট্টোপাধ্যায় বাড়িতে। চিতুই দিয়ে পায়েস, পিঠে, কলার বড়া এই বাড়ির পুজোর ভোগে বিশেষত্ব। নারকেল দিয়ে চালের গুড়ো দিয়ে হয় চিতই পিঠে। দশমীর দিন ঠাকুর বরনের পর সিঁদুর খেলা আর কাঁধে করে বাবু ঘাটে নিয়ে গিয়ে ঠাকুর বিসর্জন। বিসর্জনের পর চন্ডীর ঘট নিয়ে আসা হয় ঠাকুর দালানে। ঠাকুর বসার জায়গা আজও মাটির। সেখানেই সারা বছর ধরে চন্ডী ঘট পুজো হয়।

advertisement

View More

আরও পড়ুনঃ ওয়ারেন হেস্টিংস আসতেন, সাবেকিয়ানা-ইতিহাসে ঠাসা গড়িয়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো

পরিবার বড় হয়েছে। অনেকেই বিদেশে বা ভিন রাজ্যে থাকেন। পুজোর সময় আসার চেষ্টা করেন। না আসতে পারলেও বাড়ির পুজোর টান কমে না। পালা করে নয়, পরিবারের ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই নিজেদের সামর্থ অনুযায়ী পুজোর অর্থ দেন। তা দিয়েই চলে পুজো। আগে গানের আসর বসত বাইরের শিল্পীদের নিয়ে। এখন বাড়ির সবাই মিলে গান নাটক বৈঠকী আড্ডা হয় পুজোর চার দিন। হই হুল্লোড় করে কাটে পুজোর কটা দিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Durga Puja 2022|| ভোগ খেতে আসতেন নজরুল ইসলাম, উত্তরপাড়ার চট্টোপাধ্যায়দের দুর্গাপুজোর গৌরবময় কাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল