আরও পড়ুন: প্রাণ হাতে নিয়ে চলছে নদী পারাপার
রাজ্য সড়কে বেআইনি টোটো চলাচল ঠেকাতে বুধবার পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে অভিযানে নামে আরামবাগ থানার পুলিশ। বিবেকানন্দ মোড় সহ শহর এবং পার্শ্ববর্তী এলাকাতে এই অভিযান চালানো হয়। এদিন বেশ কয়েকটি টোটো এবং ইঞ্জিনভ্যানকে আটকও করা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের উপর দিয়ে আড়াআড়িভাবে রাস্তা অতিক্রম করতে পারবে টোটো। কিন্তু শহরের এবং আশেপাশে এলাকায় দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের উপর দিয়ে এ ধরনের অসংখ্য গাড়ি যাতায়াত করার ফলে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। তাই কঠোর হয়েছে পরিবহন দফতর।
advertisement
এই বিষয়ে পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, গত ৫ সেপ্টেম্বর একটি নির্দেশিকা এসছে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং বাস রোডে যে সমস্ত টোটো অবৈধভাবে চলাচল করছে এবং ইঞ্জিনভ্যান রাস্তায় যাতায়াত করছে সেই সমস্ত গাড়িগুলিকে বন্ধ করতে হবে। সেই নির্দেশিকা মেনে আজ থেকে শুরু হয়েছে অভিযান। অবৈধ টোটোগুলি যাতে যানজট সৃষ্টি না করে তা দেখা হচ্ছে। এই অভিযান প্রতিদিনই চলবে বলে তিনি জানান।
শুভজিৎ ঘোষ