Murshidabad News: প্রাণ হাতে নিয়ে চলছে নদী পারাপার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
নিয়ম থাকলেও নৌকায় নেই লাইফ জ্যাকেট, মুর্শিদাবাদে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন যাত্রীরা
মুর্শিদাবাদ: বর্ষার মরশুমে জল বেড়েছে গঙ্গায়। এই ভরা গঙ্গায় জীবনের ঝুঁকি নিয়েই নৌকা পারাপার করছেন যাত্রীরা। নৌকায় নেই কোনও লাইফ জ্যাকেট। টিউব থাকলেও তা একটা বা দুটো। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে গ্রহণ করবে? জীবনের ঝুঁকি নিয়ে নিত্য পারাপারে কী বলছেন যাত্রী ও মাঝিরা?
বর্তমানে বর্ষার মরশুমে প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গঙ্গায় লাইফ জ্যাকেট ছাড়াই চলছে ঝুঁকির পারাপার। স্কুল পড়ুয়া থেকে শুরু করে জন সাধারণ গাদাগাদি করে যাতায়াত করছে। অঘটনের আতঙ্ক মাথায় নিয়ে নৌকায় উঠে পারাপার করছে সবাই। এই অবস্থায় যেকোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে একাধিক গঙ্গা ঘাট আছে। নদীর এপার থেকে ওপারে যাওয়ার প্রধান মাধ্যম নৌকা। জীবনের ঝুঁকি নিয়েই নিত্যদিন নৌকা পারাপার করছেন যাত্রীরা। ফলে দুর্ঘটনা ঘটলে যাত্রীদের প্রাণ বাঁচানোর কোনও উপায় বা ব্যবস্থা নেই। গোটা ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের অভিযোগ বিষয়টিতে প্রশাসন নজর না দেওয়াতেই এই অবস্থা।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 7:05 PM IST