TRENDING:

Hooghly News: হারিয়ে যাচ্ছে মহীরুহ, মাথার উপর ছায়া ফেরাতে শিক্ষকের অভিনব উদ্যোগ

Last Updated:

পরিবেশে মহীরুহ ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আরামবাগ হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক ভবানীপ্রসাদ দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: বৃহদাকার মহীরুহ একদিকে যেমন পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বহু পশুপাখির আশ্রয়স্থল। পাশাপাশি এই সমস্ত গাছ সামাজিকভাবে শুভ প্রতীক হিসেবেও গণ্য হয়ে থাকে। কয়েক বছর আগেও গ্রাম বাংলার চারদিকে তাকালেই এক সময় দেখা যেত বট ও অশ্বত্থ গাছের সমাহার। এমনকি শহরের বিভিন্ন রাস্তার ধারে বা বাজারের কোনায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতো এই সমস্ত গাছগুলি। কিন্তু বর্তমানে সেই গাছই প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে।
advertisement

আরও পড়ুন: নাসার পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন কোন্নগরের গৌতম চট্টোপাধ্যায়

এই সমস্ত গাছগুলিকে আবার ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আরামবাগ হাইস্কুলের বাংলা বিভাগের শিক্ষক ভবানীপ্রসাদ দাস। তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগে এই সমস্ত মহীরুহ অর্থাৎ বট অশ্বত্থ চারা সংগ্রহ করছেন। তারপর সেই সমস্ত চারাগুলিকে নিয়ে বিভিন্ন রাস্তার ধার, স্কুল-কলেজের ক্যাম্পাস, নদী ও পুকুরপাড় সহ অন্যান্য এলাকায় রোপন করছেন।এজন্য তিনি ছাত্রদের মধ‍্যেও সচেতনতা গড়ে তুলছেন।

advertisement

আরও পড়ুন: অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ, বেহাল স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে নাজেহাল অবস্থা

View More

ছাত্ররাও নিজেদের এলাকাতে অবাঞ্ছিতভাবে গজিয়ে ওঠা মহীরুহ চারা সংগ্রহ করে ভবানীবাবুর হাতে তুলে দিচ্ছেন। তারপর তিনি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে সেই সমস্ত গাছকে সংরক্ষণ করছেন। পরে সময় ও সুযোগ মতো বিভিন্ন জায়গায় সেগুলিকে রোপন করছেন। পাশপাশি কেউ কেউ ওই সমস্ত গাছ লাগানোর জন্য তাঁর কাছ থেকেও চেয়ে নিয়ে যাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: অসময়ের বৃষ্টির বাধা এড়িয়ে সময়ে কাজ শেষ করাটাই চ্যালেঞ্জ

এই বিষয়ে পরিবেশ প্রেমী শিক্ষক ভবানীপ্রসাদ দাস জানান,”যেভাবে পরিবেশে ভারসাম্য নষ্ট হতে বসেছে তাতে করে অনেকটাই ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। বর্তমানে প্রায় সমস্ত জায়গাতে মহীরুহ সেভাবে আর দেখা যায় না। কিন্তু এই সমস্ত গাছগুলি পরিবেশ রক্ষা করে তাই যদি এই গাছগুলি সংগ্রহ করে লাগানো হয় তাহলে হয়তো পরিবেশ রক্ষার হাত থেকে বাঁচবে প্রত্যেক মানুষ।” ভবিষ্যতের ছায়া দিতে বর্তমানে তার এই প্রচেষ্টা সবাইকে করছে উদ্বুদ্ধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হারিয়ে যাচ্ছে মহীরুহ, মাথার উপর ছায়া ফেরাতে শিক্ষকের অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল