Hooghly News: নাসার পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন কোন্নগরের গৌতম চট্টোপাধ্যায়

Last Updated:

ফের বিশ্বজয় বাঙালির। নাসার পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন কোন্নগরের বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়

+
title=

হুগলি: বিশ্বের দরবারে ফের জয় জয়কার বাঙালির। নাসাতে কর্মরত বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় এই বছর নাসার পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। কোন্নগরের গৌতম জেট পপুলেশন ল্যাবরেটরি ২০২৩-এর দেওয়া এই পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ডটি পেয়েছেন। যা ভারত তথা বিশ্বের কাছে মহাকাশ বিজ্ঞানে নজির সৃষ্টি করেছেন।
হুগলির কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই মেধাবী। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনের পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তার করেন। তার পরে সেখান থেকে আমেরিকার পাড়ি দেন ডক্টরেট করতে। শেষ ১২ বছর ধরে তিনি কর্মতর ন্যাশনাল এয়ারনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা-তে। বাঙালি এই বিজ্ঞানীর সাফল্যে খুশি তাঁর পরিবার পরিজন থেকে এলাকার মানুষ সকলে। নবগ্রামের ৮ নম্বর শ্যামাপ্রসাদ রোডের বাড়িতে চারবোন ও দুই ভাই মিলে এক কামরার ঘরেই বড় হয়েছেন তাঁরা।
advertisement
advertisement
নাসা প্রতিবছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন বিজ্ঞানীদের বিশেষভাবে সম্মানিত করে থাকে। সেই মতো এই বছর নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই বিশেষ লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ছোট থেকেই অভাব অনটনের মধ্যে বড় হয়ে ওঠেন গৌতমবাবু। তবে সনামধন্য বিজ্ঞানী হওয়ার পরেও একফোঁটা বদলায়নি তাঁর জীবন যাপন। এখনও বাড়ি এলে পাড়ার বন্ধুর দোকানেই আড্ডা দিতে দেখা যায় তাঁকে।
advertisement
এই বিষয়ে গৌতম চট্টোপাধ্যায়ের ভাই কৌশিক জানান, দু’দিন আগেই দাদার সঙ্গে তাঁর কথা হয়েছে। জানিয়েছেন ডিসেম্বরে বাড়ি ফিরবেন। প্রতিদিন সময় পেলেই বাড়িতে ফোন করে তিনি খোঁজ নেন বাড়ির সবাই কেমন আছেন। তিনি আরও বলেন, শুধুমাত্র পড়াশোনায় নয়, খেলাধুলো, গান-বাজনা এমনকি শিল্পের প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে গৌতম চট্টোপাধ্যায়ের। ছোটবেলায় ঝুলন সাজানো থেকে মাটির প্রতিমা তৈরি করা সব কিছুই করছেন নিজের হাতে। ভাই কৌশিক ও পরিবারের অন্যান্য সদস্যদের মতে, গৌতম চট্টোপাধ্যায় শুধুমাত্র তাঁদের গর্ব নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের গর্ব।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নাসার পিপলস লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন কোন্নগরের গৌতম চট্টোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement