আরও পড়ুন: মাংস-ভাত, বিরিয়ানি থাকেই! মিড-ডে মিলে বিশেষ চমক এই স্কুলে, উচ্ছ্বসিত পড়ুয়ারা
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দননগরের দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি পণ্য বাহী গাড়ি। বৈদ্যবাটি রেল গেটের কাছে যখন গাড়িটি এসে পৌঁছায়, তখন রেলগেট বন্ধ হচ্ছিল সবে। তখনি ১১ নাম্বার রেল গেটে গাড়িটি সজোরে গেটে ধাক্কা মারে। ঘটনায় রেল গত ভেঙে যাওয়ার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। রেল গেটের পশ্চিম পারে স্থানীয়রা ওই পণ্যবাহী গাড়িটিকে পাকড়াও করে। ঘটনাস্থলে রেলপুলিশ এসে চালক সহ গাড়িটিকে আটক করে। শুরু হয় রেল গেট মেরামতির কাজ।
advertisement
আরও পড়ুন: খুব সাবধান, প্রৌঢ়রাই হচ্ছেন টার্গেট ! এক ফোনেই গায়েব লাখ লাখ টাকা
ঘটনার পর থেকে রেলগেট না থাকার জন্য একটি বড় লোহার রডকে হাতে করে গেটম্যানরা নিয়ে এসে বসাচ্ছেন। ট্রেন চলে গেলে আবারও সেটিকে হাতে করেই নিয়ে গিয়ে খুলে দেওয়া হচ্ছে। বৈদ্যবাটি রেলগেট এলাকা প্রচণ্ড যানজট পূর্ণ। জি টি রোডের ওই এলাকায় দিনের বেশিরভাগ সময়ই প্রচুর গাড়ি ও সাধারণ মানুষ যাতায়াত করে। ফলে রেলগেট না থাকলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেল আধিকারিকরা একদিকে রেলগেট মেরামতির কাজ করছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যদিকে আপৎকালীন পরিস্থিতিতে রেল আধিকারিকরা নিজের হাতে করে গেট বন্ধ এবং গেট খোলার কাজ করছেন।
রাহী হালদার