তৃনমূল চেয়ারম্যানের পরিবারের সদস্যদের নাম তালিকায় থাকায় হতবাক ওই ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তরা। হাউস ফর অল প্রকল্পের আওতায় রয়েছে দরিদ্র ও পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের নাম।কিন্তু উপযুক্ত প্রাপকদের নাম না থাকলেও ওই প্রকল্পে নাম রয়েছে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর স্ত্রী উত্তরা ভান্ডারী ও দুই ভাই বিশ্বজিৎ ও প্রবীর ভান্ডারীর নাম। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
advertisement
আরও পড়ুন: মোক্ষম সময়ে জালে আইএস জঙ্গি সাদ্দাম, জেরায় ভয়ঙ্কর তথ্য়! মধ্য়প্রদেশে ধৃত আরও এক
আরও পড়ুন: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণার বিরাট অভিযোগ! গ্রেফতার বাংলার শিক্ষক
আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডে বাড়ি চেয়ারম্যান সমীর ভান্ডারির। একটি দোতলা বাড়িতে থাকেন সপরিবারে। এছাড়াও রয়েছে আরও কয়েকটি বাড়ি। পুরসভা ভোটে হলফনামায় তিনি নিজেই জানিয়েছিলেন, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ টাকা। তার পরেও আবাস যোজনায় নাম রয়েছে তার স্ত্রী ও ভাইদের। যাঁরা ঘর পাওয়ার উপযুক্ত তাদের নাম বাদ পড়েছে,অথচ কেন চেয়ারম্যান পরিবারের নাম?
সেই প্রশ্নই যখন সমীর ভান্ডারিকে করা হয় তিনি বলেন, নাম থাকতে পারে, কিন্তু বাড়ি তো কেউ নেননি। ছবি তোলার জন্য অনেকে অনেক কিছু বলবে। অনেকে মাল পায়নি তাই লাফাচ্ছে।
রাহী হালদার