Teacher Arrested: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণার বিরাট অভিযোগ! গ্রেফতার বাংলার শিক্ষক
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Teacher Arrested: চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দশ জন বেকার যুবকের কাছ থেকে ১৭ লক্ষ টাকা করে নেয় অভিযুক্ত ওই শিক্ষক।
#জলপাইগুড়ি : প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। জলপাইগুড়ির রাজগঞ্জের আমবাড়ি চিন্তামোহন হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক সন্তোষ বর্মনকে গ্রেফতার করল পুলিশ।
জলপাইগুড়ির ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিন বছর আগে প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে দশ জন বেকার যুবকের কাছ থেকে ১৭ লক্ষ টাকা করে নেয় অভিযুক্ত ওই শিক্ষক। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না পেয়ে ক্ষুব্ধ ওই যুবকেরা টাকা ফেরত চান ওই শিক্ষকের কাছে।
advertisement
advertisement
এরপরেই সমস্যা দেখা দেয়। টাকা ফেরতের দাবি করতেই অভিযুক্ত ওই শিক্ষক নানা ভাবে তাঁদের ঘুরিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। সোমবার রাতে বাগে পেয়ে শিক্ষককে আটক করে আমবাড়ি ফাড়ির পুলিশের হাতে তুলে দেন প্রতারিত যুবকরা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।
advertisement
প্রতিবেদন : শান্তনু কর
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 12:57 PM IST