ইতিহাসের এই কাহিনী স্বর্ণাক্ষরে লেখা রয়েছে শ্রীরামপুর তথ্যপ্রযুক্তি কেন্দ্র তথা শ্রীরামপুর ডেনিস মিউজিয়ামের দেওয়ালে। কিন্তু বর্তমানে পাফহাম কুঠিবাড়ির সম্পর্কে উদাসীন প্রশাসন। স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণের কেন্দ্র বর্তমানে যারা জীর্ণ। মাথার উপর ছাদ ভেঙে পড়েছে। দেয়ালে ধ্বস নেমেছে।
আরও পড়ুনঃ লোক আদালতে বিচার বিভাগীয় চেয়ারে পাহাড়জয়ী বঙ্গ কন্যা পিয়ালী
advertisement
এমনকি ঠিকানাও বদলে গিয়েছে ওই স্থানের। পাফহাম কুঠিবাড়ির আগে ঠিকানা ছিল পাফহাম স্ট্রিট এখন টা পরিবর্তিত হয়ে হয়েছ শ্রীরামপুর তারাপ্রসন্ন ভট্টাচার্য স্ট্রিট। বর্তমানে মুরতাজা পাফহামের কিছু বংশধর থাকেন ওই বাড়িতে। বাড়িটিকে এখন স্থানীয়রা পাফহাম বাবার ইমামবাড়া নামে চেনেন। প্রায় ৩৬০ বছরের এই পুরাতন ঐতিহ্য এখন ধ্বংসের মুখে।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা লাগিয়ে অভিনব বিক্ষোভ!
এই বিষয়ে শ্রীরামপুরের তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক ও ইতিহাসবিদ মোহিত রণদীপ জানান, স্বাধীনতার আগে শ্রীরামপুরে সশস্ত্র আন্দোলনকারী বিপ্লবীদের একটি আখড়া ছিল এই মুরতাজ পাফহামের কুঠিবাড়ি। সেই সময়েরসশস্ত্র বিপ্লবীরা অস্ত্র প্রশিক্ষণ নিতে আসতেন শ্রীরামপুরে। গোপনে চলত তাদের অস্ত্র প্রশিক্ষণ বিনয় বাদল দীনেশ থেকে বাঘাযতীন এমনকি নেতাজিও জানতেন এই প্রশিক্ষণ শিবিরের ব্যাপারে।
Rahi Haldar