TRENDING:

Hooghly News: সাপের ছোবল থেকে বাঁচতে কি করবেন? বোঝাল নতুন প্রজন্মের তরুণ তরুণীদের

Last Updated:

সাপ দেখে যাতে আতঙ্কিত না হয়ে ওঠেন এবং কোথাও সাপ বেরোলে কি কি করা উচিত সেই সমস্ত বিষয়ে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়জন করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মানুষের একটি সাধারন প্রত্যাবর্তক ক্রিয়া সাপ দেখলে আতঙ্কিত হয়ে পড়া। সেই কারণে অনেক সময় কোন সব দেখলেই মানুষজন লাঠিসোটা নিয়ে হাজির হয়ে যান তাকে মারতে। কারণ সাপ দেখলেই বিপদের ইঙ্গিত দেয় মানুষের মস্তিষ্ক। তবে বিপদটা সাপ থেকে নয় সাপ মারলে। কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই সাপেরা একটি বিরাট ভূমিকা পালন করে।
advertisement

তাই সাপদেখে যাতে আতঙ্কিত না হয়ে ওঠেন এবং কোথাও সাপ বেরোলে কি কি করা উচিত সেই সমস্ত বিষয়ে এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সোমবার বিকালে হুগলির চুঁচুড়ায় অন্বেষা কুইজ ক্লাব নামক একটি স্বেচ্ছাসেবী দলের আয়োজনে।

আরও পড়ুন ঃ হাজার হাজার টাকা ইলেকট্রিক বিল, মেটাতে গিয়ে হিমশিম অবস্থা স্কুল কর্তৃপক্ষের, কারণটা কী?

advertisement

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সর্প বিশারদ চন্দন ক্লেমন সিং। একেবারে হাতে-কলমে কিভাবে সাপেদের সঙ্গে ব্যবহার করা উচিত এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সমস্ত কিছুই নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের হাতে-কলমে বুঝিয়ে দিলেন চন্দনবাবু। সাপ হাতে ধরে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করা উচিত কোন সাপ বিষধর কোন সাপ বিষধর নয় সে সমস্ত বিষয়ে সচেতনতা বার্তা গ্রহণ করেন তরুণ তরুণীরা।

advertisement

View More

এই বিষয়ে ওই কুইজ ক্লাবের এক সদস্য উজ্জ্বল সরকার তিনি বলেন, সাপ দেখলেই মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে মেরে ফেলার চেষ্টা করেন। তবে তা একেবারেই উচিত নয়। বরং সাপ দেখলে কি কি সচেতনতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে বিশিষ্ট পরিবেশবিদ ও সর্প বিশারদরা সচেতনতা বার্তা দিলেন এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

advertisement

আরও পড়ুন ঃ ছোটবেলার স্কুলে অন্যরকম জন্মদিন পালন দীপিকার, বাবার কাণ্ডে সাধুবাদ জানাচ্ছে সকলে

তরুণ-তরুণীদের বোঝানো হয় কোনটি বিষধর সাপ কি দেখে বিষধর সাপ বোঝা যায় সেই সমস্ত বিষয়ে। এই কর্মসূচি বিশেষ কারণ হিসেবে তিনি জানান যাতে মানুষজন সাপ দেখে আতঙ্কিত না হয়ে পড়ে এবং বিশেষ করে যেভাবে সাপ মেরে ফেলা হয় তা যেন বন্ধ হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সাপের ছোবল থেকে বাঁচতে কি করবেন? বোঝাল নতুন প্রজন্মের তরুণ তরুণীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল