Hooghly News: ছোটবেলার স্কুলে অন্যরকম জন্মদিন পালন দীপিকার, বাবার কাণ্ডে সাধুবাদ জানাচ্ছে সকলে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
অন্যবারের মত করে জন্মদিন পালন না করে মেয়ের ছোটবেলার স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে অন্য রকম জন্মদিন পালন বাবা ও মেয়ের।
খানাকুল, হুগলি: মেয়ের স্কুলের ক্ষুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে মেয়ের জন্মদিন পালনের ব্যবস্থা করলেন বাবা দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিসবাবু নিজে খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সারা বছরই তিনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন। সম্প্রতি মেয়ে দীপিকা ১৩ বছরে পা রেখেছে। আর তাই সেই দিনকে সামনে রেখে মেয়ের প্রাথমিক স্কুল তিলকচক রাউৎবাড় প্রাথমিক বিদ্যালয়ে তার জন্মদিন পালন করলেন। এই উপলক্ষে ১১০ জন ছাত্রছাত্রীকে একটি করে হিমসাগর আম গাছের চারা ছাড়াও বিস্কুট ও চকলেট দেয়া হয়। এদিন খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়নি।
বাবা দেবাশিস মুখোপাধ্যায় জানান, মেয়ের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বাড়িতে পালন করি। কিন্তু এবার ঠিক করলাম ছোটবেলার স্কুলে গিয়ে খুদে পড়ুয়ার সাথে জন্মদিনের সময় কাটানোর। ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ছোট্ট চারাগাছ দেওয়া হয়। সামনের সপ্তাহে এই সমস্ত ছাত্র ছাত্রীদের মাংস ভাত ও পায়েস খাওয়ানোর ব্যবস্থা করবেন।
advertisement
advertisement
এই বিষয়ে দেবাশীষ বাবুর মেয়ে জানান, প্রতিবছর বাড়িতে জন্মদিন পালন করলেও আজকের দিনটা একটু স্পেশাল মনে হচ্ছে। তার কারণ হলো নিজের ছোটবেলার স্কুলে এসে ভাই বোনেদেরকে নিয়ে জন্মদিন পালন করলাম। তাতে করে নিজের ভীষণ আনন্দ লাগছে। আগামী দিনে চেষ্টা করবে বাড়িতে না করে স্কুলে গিয়ে জন্মদিন পালন করা।
অন্যদিকে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এই উদ্যোগে তারা ভীষণভাবে খুশি। মেয়ের পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে নিয়ে জন্মদিন পালন করার উদ্যোগটি অসাধারণ। দেবাশীষ বাবুর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 2:27 PM IST